![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
পথ-হাঁটা-পথে হেঁটে একা
ফিরেছি কালের চাকায় সন্ধ্যাগোধূলী মেখে
পুনশ্চঃ ফেলেছি নোঙর; স্মৃতি।
আশ্চর্য উদাস আকাশ তুমি, স্বপ্নের উড়োপাখি
হাওয়াদের পরী; লাল, নীল প্রজাপতি। দুপুরের
নিস্তব্ধতার সিঁড়ি থেকে উধাও; কোথাও।
ঝিলের শাপলার নীচে চুপ হয়ে জমে থাকা
ক্ষনিকের সখী; বোধের রথে চলেছো উদাসপুর
ছিন্নতার আঁচলে ওড়ে কালোরাত্রির ছায়া।
আমারও পাঁজরের ফাঁকে
বেঁধেছে ঘর; হারাবার ভয় বাড়ে;
আপনসূতো খুলে বৈরীখলের জানালায়
ভেসে; অভিন্ন মেঘমালায় জেগে ওঠে ভিন্নতার ছবি।
ফিরেছি আমি; ফেরাবো তোমাকে ভেবে
জানালায় পুরানো মাধবীলতার শাখে ফুটছে মাধবীকুসুম।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বোকামন বলেছেন:
আশ্চর্য উদাস আকাশ তুমি, স্বপ্নের উড়োপাখি
হাওয়াদের পরী; লাল, নীল প্রজাপতি।
স্নিগ্ধপাঠ !
পোস্টে ভালোলাগা রইলো ।
+
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা কবি, ভালো থাকবেন।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১১
মুনসী১৬১২ বলেছেন: লা জবাব
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
আহসান জামান বলেছেন:
জবাব চাই !
গভীর পাঠের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ঝিলের শাপলার নীচে চুপ হয়ে জমে থাকা
ক্ষনিকের সখী; বোধের রথে চলেছো উদাসপুর
ছিন্নতার আঁচলে ওড়ে কালোরাত্রির ছায়া।
দুর্দান্ত!!!
++++++++++
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা শোভন, ভালো থাকবেন।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
নস্টালজিক বলেছেন: নিখাদ স্মৃতিকাব্য!
শুভেচ্ছা, আহসান!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৩
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি। অনেকদিন পর আপনাকে পেলাম, কেমন আছেন?
৬| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো জামান ভাই
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫৩
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন প্রতিদিন।
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
সায়েম মুন বলেছেন: সুন্দর!
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
আহসান জামান বলেছেন:
পাঠের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন কবি।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঝিলের শাপলার নীচে চুপ হয়ে জমে থাকা
ক্ষনিকের সখী; বোধের রথে চলেছো উদাসপুর
ছিন্নতার আঁচলে ওড়ে কালোরাত্রির ছায়া।
সুখপাঠ কবি।