![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
আমার নামের পাশে লিখে দিও
যা-ইচ্ছে-তাই; স্বপ্নবোঝাই রাতের
গল্পগুলোকে নিয়ে বৃক্ষের হরিৎপাতায়
বুনে, রোদ্দুরকে বলো পোঁড়াও;
শ্রাবণকে বলো, যেন সে না নেভায় আগুন
দাউ-দাউ মিছিলে জ্বলব অনন্তকাল।
আমার ছায়ার নাম দিও দুর্ভিক্ষ; দরজার
কপাটকে শিখিয়ে দিও আবার
আদি খনিজের গুনাগুন।
কোনো মতে নিও না কেউ আমাকে;
যদি চাও; রেখে এসো মমিদের পাহারায়
ধাতব জীবনের সাথে মৃত্তিকার বসাবস
ভিন্ন রসায়ন; অভিন্নতায় গড়েনা যাপন।
দু'চোখে পাহাড় দিও চাপা, আঙ্গুলে
বেঁধে দিও জুমচাষার শক্তবলদের খুর;
সবকিছু মাথাপেতে মেনে নেবো, নিশ্চুপে;
শুধু একবার যদি বলো; ভালোবাসো।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
আহসান জামান বলেছেন:
াঅনেক ধন্যবাদ, এভাবে কবিতা পড়ার জন্য। ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
সায়েম মুন বলেছেন: সুন্দর। একদম সুখপাঠ্য!
দু'চোখে পাহাড় দিও চাপা, আঙ্গুলে
বেঁধে দিও জুমচাষার শক্তবলদের খুর;
সবকিছু মাথাপেতে মেনে নেবো, নিশ্চুপে;
শুধু একবার যদি বলো; ভালোবাসো।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা কবি, ভালো থাকবেন কবি।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
এহসান সাবির বলেছেন: দারুন..........!!
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার ছায়ার নাম দিও দুর্ভিক্ষ; দরজার
কপাটকে শিখিয়ে দিও আবার
আদি খনিজের গুনাগুন।
মুগ্ধতা, কবি!
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১০
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
অদৃশ্য বলেছেন:
হৃদয়স্পর্শী... অনন্য...
লিখাটি পাঠের পর মুগ্ধ হওয়া ছাড়া আর কোন রাস্তা ছিলোনা... আপনার লিখা আগেও দু'একটি পড়বার সৌভাগ্য হয়েছে আমার...
আহসান ভাইয়ের জন্য
শুভকামনা...