![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
সারাদিন স্বপ্নে থাকি, অপেক্ষার গলাগলি করে
একাজ ওকাজের ফাঁকে উঁকি দিয়ে সন্ধ্যা খুঁজি
নীলাকাশের নীচে একটা অবিচ্ছন্ন অন্ধকার;
তুমি না হয় রাত্রি বলো তাকে। সে আমার
শৈশবের মতো নিজস্ব কেউ, একান্ত নিশ্চুপে
বসে থাকা সারসের দীর্ঘগ্রীবা অথবা নৈঃশব্দে
গড়ে ওঠা ঝরাপাতার স্তূপ; একটা বিচ্ছন্নতা রেখায়
আঁকা একান্ত কেউ। সারাদেহে বেড়ে ওঠা
ক্লান্তির মৃণাল খুলে পৃথিবী ঘুমায় সেই অন্ধকারে।
দু'চোখে আমার স্বপ্নের ঝিঁঝিঁরা তখন
ভাবন্তের ডানা মেলে ভাসায় তেপান্তরে;
আত্মায় জেগে ওঠে হননের চোখ। যেদিকে
তাকাই; পাপের পালকে ভাসে উদাস পৃথুল;
মৃতরথে টেনে আনে পুরানো অলি-গলি-পথ।
র্নিঘুম চোখের ভিতর সোনালী রোদ্দুর ডাকে
ভোরের কূজন; মানবিক স্বচ্ছসকাল; আমার স্বপ্নবীজ।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
ফলক বলেছেন: সুখ পাঠ। আপনি চমৎকার লিখেছেন।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
আহসান জামান বলেছেন:
গভীরপাঠের জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগত জানাই।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ কবি।
শুভেচ্ছা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪
সায়েম মুন বলেছেন: খুব ভাললাগা! সুখপাঠ্য!
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা কবি।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
অদৃশ্য বলেছেন:
অত্যন্ত সুন্দর... পাঠে তৃপ্ত
শুভকামনা...