![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
বহুদিন পর এই রেলপথে, অপেক্ষাঘরে বসে
দু'জনে মুখোমুখি। একটাই প্লাটফর্ম; বহুপথের সমাহার।
এঘরের অনেকের ভিতর আমরা দু'জনে চোখেচোখে
বুনে চলেছি নৈঃশব্দের গল্প। বহুদিনের পুরানো পাতায়
যে পরিচয় লিখে, বন্ধ করে কেবল জিলদ ধরে
বসেছিলাম স্মৃতির চাবি হাতে; আজ তাতেই উম্মোচন।
চোখ পড়তেই; তোমার আড়চোখ সরে গিয়ে জানালায়
উদাস আকাশ দেখে আবার এই তৃষ্ণার্ত চোখের দিকে
ফিরলেই, আমার আড়চোখ সরে, গিলে খায় সবুজবৃক্ষাদি।
দু'জনেই মুখোমুখি; অপেক্ষার কামরায়। গন্তব্যও ভিন্ন
শুধু অভিন্নসূতো টেনে আনে এ পোড়াদাহ; কুঁচিকুঁচি
কালের কাঁচে তোমার মায়ামুখ বিষণ্ণনদীর খরতায়
আমি নিশ্চুপে অনলঢেউয়ে ভাসি তেপান্তরে।
আমাদের কথা নেই, পাপ নেই, কেবল পিপাসা
তোমার দু'চোখ জলে ছলছল, চিবুকে অসংখ্য
অপ্রাণ বর্ণমালা; আমার স্থবিরচোখ কাঁটে হীরকছুরি।
ট্রেন এলে, তুমি নিশ্চয়ই দৌড়ে যাবে রুদ্ধশ্বাসে;
এ দু'চোখ খুঁজে খুঁজে, হারাবে; অতীতের মানচিত্রে।
আমার ট্রেন দুপুর দুটোয়; অপেক্ষার আরো কিছুকাল
অতীতের দিকে তাকাতে তাকাতে সেই পিছনফেরা।
অপেক্ষা মানেই তুমিহীন
অনন্তকাল একটা সাঁকোর ভগ্নাংশে দাঁড়িয়ে এপার-ওপার।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
ট্রেন এলে, তুমি নিশ্চয়ই দৌড়ে যাবে রুদ্ধশ্বাসে;
এ দু'চোখ খুঁজে খুঁজে, হারাবে; অতীতের মানচিত্রে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬
আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
সায়েম মুন বলেছেন: অপেক্ষা মানেই তুমিহীন
অনন্তকাল একটা সাঁকোর ভগ্নাংশে দাঁড়িয়ে এপার-ওপার।
---কত সুন্দর করে মনের কথা কবিতার ভাষায়!
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
আহসান জামান বলেছেন:
হা হা হা! ভালো থাকবেন কবি।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: অপেক্ষা মানেই তুমিহীন
বিশাল এবং অনেক ওজনদার একটা লাইন !
বেশ লেগেছে কবিতা !
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
আহসান জামান বলেছেন:
আপনাকে ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগলো...
ধন্যবাদ...
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
আহসান জামান বলেছেন:
অনেকদিন পর! কেমন আছেন?
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: অপেক্ষা মানেই তুমিহীন
অনন্তকাল একটা সাঁকোর ভগ্নাংশে দাঁড়িয়ে এপার-ওপার।
দারুণ
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
আহসান জামান বলেছেন:
পাঠের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন মাসুম ভাই।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
নস্টালজিক বলেছেন: অপেক্ষাঘরে অপেক্ষমান দু'জনের অনুভূতি শব্দচয়নে যথারীতি সুন্দর!
শুভেচ্ছা, আহসান!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
আহসান জামান বলেছেন:
আপনার ফিরে আসা ভালো লাগছে আমার। কবিতায় মনোযোগী পাঠের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অপেক্ষা মানেই তুমিহীন
অনন্তকাল একটা সাঁকোর ভগ্নাংশে দাঁড়িয়ে এপার-ওপার।
অসাধারণ কবি।