নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

মিনতী, প্রশ্ন ও কামনা

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

মিনতী



সুখ থাকলে; সুখী হও, সখী

আঁচলে রেখো ঘরের চাবি, কোমরে বেঁধো বিছাহার

পরনে থাকুক দামীশাড়ি, নক্সী আঁকা পাড়।



বাতাস এলে, উড়িয়ে দিও

পুঁতির মালা, বৌচিহাটের কাঁচের চূড়ি

হলুদ ফিতে, ময়ূরপাখির পালক ছিঁড়ে

বইয়ের ভাঁজের গোপন গোলাপ

যা-ইচ্ছে-তাই, পুরানো কিছু;

ওসব রেখে, দুঃখ বাড়ে; ক্লান্তি আনে।



বৃষ্টি এলে, একলা কেঁদো

দু'চোখ ভরে শ্রাবণ রেখো ধরে

জলের টানে ঘর ছেড়ো না আর;

আমি এখন দূরের পরোবাসী।



প্রশ্ন



ওসব কেনো প্রশ্ন করো আর

কোথায় আছি, কেমন আছি

কেবা তোমার পর।



আসল-নকল সব চিনেছো, বেশ;

এসব দিয়ে যায় কী ঢাকা আর;

তোমার ঘরে আলোর উঁকিঝুঁকি

আমার সাথে ছুঁ-মন্ত্রের ফাঁকি।



কামনা



যতক্ষণ পাখি দেখি

চোখের ভাঁজে ক্ষুধার অংক কষি

ভগ্নাংশ মিলানোর অভিলাষ

ভীষণ তাড়িয়ে আনে; ক্লান্তির ভাঁজে

উৎসুক চোখের পলক পড়ে

পালকের প্রতিটি শব্দ।



যতক্ষণ দূরে থাকি

তোমার দু'চোখে আমি পাখি।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যতক্ষণ পাখি দেখি
চোখের ভাঁজে ক্ষুধার অংক কষি
ভগ্নাংশ মিলানোর অভিলাষ
ভীষণ তাড়িয়ে আনে; ক্লান্তির ভাঁজে
উৎসুক চোখের পলক পড়ে
পালকের প্রতিটি শব্দ।

যতক্ষণ দূরে থাকি
তোমার দু'চোখে আমি পাখি।


সুখপাঠ কবি।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: তিনটাই ভালো লাগলো! কামনা বেশি ভালো লাগছে!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, আপনারটা আরো বেশী ভালো লাগছে, মন পড়ে আছে। ভালো থাকবেন।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!

ভাল লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন শোভন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন:
বৃষ্টি এলে, একলা কেঁদো
দু'চোখ ভরে শ্রাবণ রেখো ধরে
জলের টানে ঘর ছেড়ো না আর;
আমি এখন দূরের পরোবাসী

মুগ্ধপাঠ কবি !

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০১

আহসান জামান বলেছেন:
বেশ কিছুদিন আমার কোনো কবিতা নির্বাচনে যাচ্ছে না, মন খারাপ। কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সারাক্ষণ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

আমিনুর রহমান বলেছেন:




৩টি অসাধারণ।

যতক্ষণ দূরে থাকি
তোমার দু'চোখে আমি পাখি।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭

আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন প্রতিদিন।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তিনটি কবিতাই বেশ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭

আহসান জামান বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা কবি, ভালো থাকবেন।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৮

খেয়া ঘাট বলেছেন: যতক্ষণ দূরে থাকি
তোমার দু'চোখে আমি পাখি।

++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ খেয়া ঘাট। ব্লগে পুনঃস্বাগত জানাই।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

সায়েম মুন বলেছেন: প্রথম ২টি বেশী ভাল লেগেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

অদৃশ্য বলেছেন:






কবি

তিনটি কবিতাই সুন্দর ও সুখপাঠ্য...



শুভকামনা...

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

আহসান জামান বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

একজন সৈকত বলেছেন:
"আসল-নকল সব চিনেছো বেশ
এসব দিয়ে যায় ঢাকা আর
তোমার ঘরে আলোর উঁকিঝুঁকি
আমার সাথে ছুঁ-মন্ত্রের ফাঁকি।"------
দারুণের চেয়ে একটু বেশি !
অনেক ভালো লাগা রইল প্রিয় কবি- ভাল থাকুন!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

আহসান জামান বলেছেন:
হ্যাঁ ভাই সৈকত, অনেকদিন পর এলেন। কোথাও ছিলেন, ব্যস্ত নাকি? আপনার পাঠ সর্বদা আনন্দ দেয়। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.