![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
আমাদের গল্পগুলো মুছে যাচ্ছে
ভিনপাখির ডানায়; হাওয়ার জাহাজ চড়ে
উধাওমনে খুঁজছে কোথাও সবুজ সজীবতা
অথবা নোংড়া টিনের কৌটার ভিতর
রেখে যাচ্ছে শিশুদের র্দুষিত খোরাকের বীজ।
আমাদের উর্দ্ধোধনের পথগুলো
কেমন দুমড়ে-মুচড়ে ক্রমশঃ নিম্নমুখী;
মাটির গর্তে গেঁথে নিচ্ছে পরাজয়।
আমাদের বৃদ্ধ-চলাচল কুয়াশার চাদর মুড়ে
পড়ছে রোদ্দুরের গল্প আর সেই পথ-হাটাঁ-পথ হেঁটে;
পৌঁছে যাচ্ছে নিঝুম মৃত্যুর দেশে; গল্পের শেয যবনিকায়।
আমাদের অর্জিত মাটির গ্রীবায় ক্ষয় এসে ভর করে
তুমুল প্রদাহে পোঁড়ে সাধ ও স্বপ্নের করোটি। বিষাদের
নদীতে ভাসে শ্রান্ত মানুষের হাহাকার আর জাগে
হাঁপানো হাড়ের ভিতর পুরানো ক্রীতদাস।
আজকাল বেঁচে থাকা মানেই বিপ্লবী স্বপ্নের তোড়পার।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৪
আহসান জামান বলেছেন:
অনেক শুভেচ্ছা নিবেন অভি, ভালো থাকবেন সারাক্ষণ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩
সায়েম মুন বলেছেন: আজকাল বেঁচে থাকা মানেই বিপ্লবী স্বপ্নের তোড়পার।
------কবিতায় অনেক ভাললাগা কবি!
১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৩
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, কবি।
বৈরীহাওয়া সুষম হোক, ভালো থাকবেন।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকাল বেঁচে থাকা মানেই বিপ্লবী স্বপ্নের তোড়পার।
অসাধারণ।
শুভেচ্ছা কবি।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২১
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
একজন সৈকত বলেছেন:
"আমাদের অর্জিত মাটির গ্রীবায় ক্ষয় এসে ভর করে
তুমুল প্রদাহে পোঁড়ে সাধ ও স্বপ্নের করোটি। বিষাদের
নদীতে ভাসে শ্রান্ত মানুষের হাহাকার আর জাগে
হাঁপানো হাড়ের ভিতর পুরানো ক্রীতদাস।"
----
চলমান দিনগুলিতে দেশের সাধারন মানুষের কষ্ট ও হতাশার যেন মিল পাই এ কটি লাইনে। ভালো থাকুন।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
আহসান জামান বলেছেন:
আপনার গভীরপাঠ আমাকে প্রেরণা দেয়, ভালো থাকবেন। ধন্যবাদ সৈকত।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
অচিন্ত্য বলেছেন: আপনার এই কবিতাখানি কাল অফিস থেকে যাওয়ার সময় প্রিন্ট দিয়ে নিয়ে গিয়েছিলাম। পথে পড়লাম। খুব ভাল লেগেছে।
সময়ের অভাবে অনেক প্রিয় লেখকদের লেখা পড়া হয়ে উঠছে না।
ভাল থাকুন
ব্লগ ডে'র শুভেচ্ছা
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
আহসান জামান বলেছেন:
আমিও আপনার গান শুনি প্রায়ই, বলা হয়নি। আপনাকেও ব্লগ ডে'র শুভেচ্ছা। ভালো থাকবেন।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
অদৃশ্য বলেছেন:
মুগ্ধপাঠ...
______ অনন্য ______
কবির জন্য
শুভকামনা...
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮
আহসান জামান বলেছেন:
বিনীত ধন্যবাদ।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, মাসুম ভাই।
ভালো থাকবেন।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৮
শ্রাবণ জল বলেছেন: আজকাল বেঁচে থাকা মানেই বিপ্লবী স্বপ্নের তোড়পার।
সুন্দর।
ভাল লাগল।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৬
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ শ্রাবণ জল। ভালো থাকবেন প্রতিদিন।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
মায়াবী ছায়া বলেছেন: ''আজকাল বেঁচে থাকা মানেই বিপ্লবী স্বপ্নের তোড়পার''
খুব ভাল লিখেছেন ।।
শুভ কামনা ।।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৭
আহসান জামান বলেছেন:
অনেকদিন পর এলেন, স্বাগত জানাই। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের গল্পগুলো মুছে যাচ্ছে
ভিনপাখির ডানায়; হাওয়ার জাহাজ চড়ে
সুন্দর লাইন দুটি ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫১
আহসান জামান বলেছেন:
বিনীত ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রচন্ড শক্তিশালী প্রকাশ ভঙ্গিতে অনেক ভালোলাগা !