নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

চারিদিকে মৃত্যুর রাজত্ব

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

চারিদিকে মৃত্যুর রাজত্ব, ইচ্ছের আহ্লাদে

খুলে নিচ্ছে নিরহ জীবন, যাপনের যন্ত্রনায়

অদৃশ্য হচ্ছে শববাহকের দল; তাদের পদচিহ্নে

শশ্মানের দেশ জাগে একা, বিরহ পাখির ডানায়

নামে নেই-জলের তুমুল বৃষ্টিপাত আর

নিঃস্বতার ঢল নামে মিছিলের দেশে।



অন্ধকারে নামে লাশের গাড়ী, সহিষ্ণু বারুদের গন্ধে

উম্মুক্ত পাখিরা আত্মহত্যার মতো শুয়ে থাকে

মৃত্যুর কোলে। শিথিল জলের ভেতর কাঁদে

এক বোধের ছিন্নতা। স্বপ্নরা ককর্শ রোদে পোড়ে;

আনত দিগন্তরেখায় কালোরাত জেগে ওঠে

প্রত্যহ যাপনের রূপান্তর।



আকুল কান্নার দামে শিশুরা কিনে নেয়

সস্তায় রাজমুকুট; রক্তের হলি খেলে, বিষাক্ত কীটের কামড়ে

জিতে নিচ্ছে উত্তরাধিকার; দিগ্বজয়ী কালো অন্ধকার;

পাথরচুষে মুছে নেয় পাপ; পার্থিব ক্ষণকাল।



মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: সময়ের কবিতা বেশ্ ভাল লাগল

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ। ব্লগে স্বাগত জানাই।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চারিদিকে মৃত্যুর রাজত্ব, ইচ্ছের আহ্লাদে
খুলে নিচ্ছে নিরহ জীবন, যাপনের যন্ত্রনায়
অদৃশ্য হচ্ছে শববাহকের দল; তাদের পদচিহ্নে
শশ্মানের দেশ জাগে একা, বিরহ পাখির ডানায়
নামে নেই-জলের তুমুল বৃষ্টিপাত আর
নিঃস্বতার ঢল নামে মিছিলের দেশে।


চমৎকার !

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

এমাসের বাছাই কবিতা পাই নাই :)

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। মন ছুঁয়ে যাওয়া কবিতা।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা কবি। শুভকামনা।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আহসান জামান বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:




দুর্দান্ত +++

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ আমিন ভাই, ভালো থাকবেন।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

অদৃশ্য বলেছেন:






অপুর্ব সুন্দর প্রকাশ...



কবির জন্য
শুভকামনা...

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

আহসান জামান বলেছেন:
আপনাকে শুভেচ্ছা কবি, ভালো থাকবেন।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সহিষ্ণু বারুদের গন্ধে
উম্মুক্ত পাখিরা আত্মহত্যার মতো শুয়ে থাকে
মৃত্যুর কোলে।


অসাধারণ।

শুভেচ্ছা কবি।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আহসান জামান বলেছেন:
কবিতায় জেগে উঠুক নির্মাণ।
শুভেচ্ছা কবি।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

বোকামন বলেছেন:
জিতে নিচ্ছে উত্তরাধিকার; দিগ্বজয়ী কালো অন্ধকার;

কবিতার ভাষা নির্মম তবে অযৌক্তিক নয় ...।
সুস্থ সময়ের রাজত্ব চাই ..

ভালো থাকুন কবি ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫০

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ বোকামন, ভালো থাকবেন।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫১

আহসান জামান বলেছেন:
আপনাকে দেখে ভালো লাগছে। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

সকাল রয় বলেছেন: অন্ধকারে নামে লাশের গাড়ী, সহিষ্ণু বারুদের গন্ধে
উম্মুক্ত পাখিরা আত্মহত্যার মতো শুয়ে থাকে
মৃত্যুর কোলে। শিথিল জলের ভেতর কাঁদে
এক বোধের ছিন্নতা। স্বপ্নরা ককর্শ রোদে পোড়ে;
আনত দিগন্তরেখায় কালোরাত জেগে ওঠে
প্রত্যহ যাপনের রূপান্তর।

.......................................
দুর্দান্ত কিছু শব্দ সম্ভার।
খুব ভালো লাগলো।
ধন্যবাদ কবি

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন এই নববর্ষে।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০০

লেখোয়াড় বলেছেন:
চারিদিকে মৃত্যুর রাজত্ব, কোথাও শান্তি নেই।

কবিতায় ভাললাগা।
ভাল থাকুন কবি।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন এই নববর্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.