![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
তারপর ছিঁড়ে, করি কুঁচিকুঁচি
এইসব দিনক্ষণমান। আলো ও অন্ধকারের
সারিসারি ঘর।
যাকিছু হৃদয়ে ছিলো, দিয়েছি নিলামে;
শূন্যতা ছাড়া এখন আর কিছুই নেই।
ঝড় কী গড়ে বালিঘর? শান্ত চোখের নীড়!
প্রতিদিন খাতা খুলে, মুছে ফেলি অবাধ
অতীত, নাম-ধাম। মুছে মুছে; ভুলে যাই
কথার বিভাজন।
যতবেশী যোগ করি, ঢের করি বিয়োগ।
অগাধ দিয়েছো তুমি; বেদনা মোড়ানো জীবন।
শুধু স্মৃতিপটে জমে থাকে নরোম ক্ষীরের মতো
বিষণ্ণতার প্রহর।
১৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৩
আহসান জামান বলেছেন:
াঅনেক ধন্যবাদ, ভালো থাকবেন স্নিগ্ধ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৫
শামা ফারসি বলেছেন: এই প্রথম আপনার কবিতা পড়লাম , এবং আপনার ভক্ত হয়ে গেলাম । অসাধারন লিখেছেন ।
১৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৪
আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩১
অদৃশ্য বলেছেন:
খুবই সুন্দর ... আমার অনেক ভালো লেগেছে লিখাটি আহসান ভাই
লিখাটির একটি অংশে পাশাপাশি দু'বার ''আর'' শব্দটা ব্যবহার করেছেন, একবার হলেই মনে হয় ঠিক ছিলো... আমার মনে হলো তাই বললাম... আর ''অগাঁথ'' শব্দটা ধরতে পারিনি, অবশ্য আমি ''অগাধ'' ধরে নিয়ে পাঠ করে গেছি... আমার ভুল হলে শুধরিয়ে দিয়েন...
শুভকামনা...
১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪১
আহসান জামান বলেছেন:
অসংখ্য ধন্যবাদ কবি, আপনার আন্তরিক পাঠের জন্য। আপনাকে আবারও পাঠের আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯
অদৃশ্য বলেছেন:
আবারো পাঠ করে গেলাম লিখাটি আহসান ভাই... আর আবারো বলে গেলাম খুবই সুন্দর হয়েছে লিখাটি...
শুভকামনা...
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
আহসান জামান বলেছেন:
আন্তরিক শুভেচ্ছা নিবেন কবি।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম কবিতায়
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
আহসান জামান বলেছেন:
হা হা হা! অনেকদিন পর আপনাকে দেখলাম।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন এই নবর্বষে।
৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
আমিনুর রহমান বলেছেন:
পাঠে ভালো লাগা +++
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ আমিন ভাই। শুভেচ্ছা নিবেন।
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
একজন সৈকত বলেছেন: যতবেশী যোগ করি, ঢের করি বিয়োগ।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
আহসান জামান বলেছেন:
হুম, যেমন আপনি! কই ছিলেন এতোদিন? অনেকদিন পর দেখা। ভালো আছেন নিশ্চয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অগাধ দিয়েছো তুমি; বেদনা মোড়ানো জীবন।
শুধু স্মৃতিপটে জমে থাকে নরোম ক্ষীরের মতো
বিষণ্ণতার প্রহর।
খুব বেশি ভালো হয়ে গেছে কবিতাটা।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭
আহসান জামান বলেছেন:
ঠিক আছে! পরেরটা আরো খারাপ করে লিখবো
গভীর পাঠের জন্য কৃতজ্ঞ, ভালো থাকবেন কবি।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর লিখেছেন ৷
ভাল থাকবেন কবি ৷
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। ব্লগে স্বাগত জানাই।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৬
আহসান জামান বলেছেন:
বিনীত ধন্যবাদ কবি।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অগাঁথ দিয়েছো তুমি; বেদনা মোড়ানো জীবন।
শুধু স্মৃতিপটে জমে থাকে নরোম ক্ষীরের মতো
বিষণ্ণতার প্রহর।
নাইস!!
+++++