![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
আমার দু'চোখে নেমে আসুক আষাঢ়ের ঢল
জলের প্লাবন নামুক এ শহরে
ডুবে যাক অইসব সুউঁচু অট্টলিকা;
বন্ধু, তুমি কেঁদো না একফোঁটাও
তোমার আঙিনায় উঠুক সুস্বাস্থ্যের রোদ্দুর
পাখির কলতানমূখর থাকুক সারাক্ষণ।
দুঃখ আমার শৈশবের মতো প্রিয়;
গায়ে পরা পুরানো হলুদ শার্টের ক্ষয়ে যাওয়া
বোতামের ঘরে বিষণ্ণতা অবাক করে
ভাবাতে থাকে কালের চাকা।
চারিদিকে এইসব ছন্নছাড়া;
আমার বেড়ে ওঠা এই পরগাছা জীবন
অথৈ জনসমুদ্রে আমিতো দুর্বল কেউ; একা।
বন্ধু, তুমি কেঁদো না একফোঁটাও;
তোমার ব্যথিত হৃদয়
আমাকে অসহ্য করে রাখে অনন্তকাল।
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য। ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
২| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো কবি !~
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬
আহসান জামান বলেছেন:
বিনীত শুভেচ্ছা কবি, ভালো থাকবেন।
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪২
আমিনুর রহমান বলেছেন:
দুর্দান্ত কবি !
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৭
আহসান জামান বলেছেন:
আপনার পাঠের অপেক্ষায় থাকি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সারাক্ষণ।
৪| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫০
অদৃশ্য বলেছেন:
লিখাটি খুবই মনছোঁয়া... হাহাকার ঠিকরে বেড়িয়েছে... সুন্দর
শুভাকামনা...
২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮
আহসান জামান বলেছেন:
পাঠে মুগ্ধতা, স্নিগ্ধতায় থাকুন সারাবেলা।
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০
সায়েম মুন বলেছেন: সুন্দর ও মুগ্ধপাঠ। শুভকামনা কবি।
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৩
আহসান জামান বলেছেন:
অনেকদিন পর কবি, কেমন ছিলেন? ফেরার জন্য শুভেচ্ছা। ভালো থাকবেন।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯
সায়েম মুন বলেছেন: ভাল ছিলাম, আছি কবি। আশা রাখি ভাল আছেন। শুভকমনা রইলো।
২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৫
আহসান জামান বলেছেন:
আমরা সবাই ভালো থাকি!
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪
অন্ধবিন্দু বলেছেন:
জামান,
বন্ধুর দরদে ভেজা কাব্যখানি বড়ই ভাল লাগিলো।
সকলের আঙিনায় সুস্বাস্থ্যের রোদ্দুর চাই।
ভাল থাকা হোক।
+