![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
আকাশে মেঘের ভেলায়
ক্ষুয়িষ্ণু রোদ্দুর নিভে গেছে
সন্ধ্যার অন্ধকারে; রাত্রি নেমেছে, নিঝুম।
বিষণ্ণ-বিষাদে সে মানুষ
ঘর-খোঁজা চোখ নিয়ে ফিরেছে ঘরে
ক্লান্তি আর অবস্বাদে। আশা তার
প্রজাপতি; জোনাকী আলোর নেশা।
বাকী তার ফুরাবার;
অথৈ জলের স্নানে ক্লান্তি মুছে নিলে
থাকে শুধু নিঃসঙ্গতা; একাকী ঘুমের ছুঁতো।
তারপর নিরিবিলি চাঁদ জাগে একা
ভুতুমের চোখে নামে না ঘুমের পাহাড়;
সারারাত একা জাগে সে। ঘরে তার
নিঃস্বতার সমাধি, বিবর্ণ শ্লোকে গাঁথা
অজস্র মিনতীর প্রহর।
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩
আহসান জামান বলেছেন:
আপনাকে ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই।
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০
চক্চাপড়ী বলেছেন: সত্যই, ভাল লেগেছে।
২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১
আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য শুভেচ্ছা, ভালো থাকবেন। ব্লগে স্বাগত জানাই।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫
আঁধারের আর্তনাদ বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১
আহসান জামান বলেছেন:
৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭
অন্ধবিন্দু বলেছেন:
ক্লান্তি মুছে নিলে
থাকে শুধু নিঃসঙ্গতা; একাকী ঘুমের ছুঁতো।
সুন্দর লিখেছেন, আহসান জামান।
মিনতীর প্রহর শেষে প্রাপ্তির জোছনা উঠুক।
শুভ কামনা।
২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২
আহসান জামান বলেছেন:
াঅনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ব্লগে স্বাগত জানাই।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১
akash144 বলেছেন: ভাল লাগল
২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৩
আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
একা চাঁদ জাগে রাত, আমি কাটাই নিঃসঙ্গ প্রহর।
চাঁদের সাথে আমার অলিখিত অভিমান।
২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৩
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা, ভালো থাকবেন।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
অদৃশ্য বলেছেন:
বিষন্নতা যেন যাপটে ধরে থাকলো আপনার ই লিখাটি পড়ে... এ এক বিষন্নতাসমৃদ্ধ একাকিত্ব যেন...
খুবই সুন্দর লিখা আহসান ভাই...
শুভকামনা...
২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
আহসান জামান বলেছেন:
বিনীত ধন্যবাদ, ভালো থাকবেন কবি।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২
জাহাঙ্গীর.আলম বলেছেন: কবিতা ভাল লাগল ৷