![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
সন্ধ্যার জয় হোক আজ; পৃথিবীর ক্লান্তিমুছে
এই সূর্যাস্তের তামাটে আলোয়
কৌশলীনদী বড্ড একা হয়ে
টেনে নিচ্ছে পুরাণপথের বাঁকে।
পাখির ডানায় হাওয়ারা
বেধেঁছে নোঙর; সম্মুখে পড়ে আছে
পথের রাজ্য; সীমান্ত বিস্তর।
ধূঁধূঁ চোখের বৃত্তে নিঃস্বতার প্রহর পোহায়
সময়ের ফাঁদে।
দূরগাঁও; সান্ধ্যবাতির ঘরে
ম্রীয়মাণ আলোয় নাচে
যাপনের চাবি;
নদীর ঢেউয়ের মতো অসংখ্য কুঁচি কুঁচি জল।
তখনও সন্ধ্যায়
জ্বলেনি একটাও জোনাকি, মৃদূল বাজেনি নৃত্যে;
কেবলই এই ছন্নছাড়ার নুপূরে বিষণ্ণ সুরে
অতীতেরা করেছে আয়োজন; স্বপ্নপারাপার।
১০ ই মে, ২০১৪ সকাল ৮:৪০
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ শাহরিয়ার, ভালো থাকবেন।
২| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:১৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷
১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
আহসান জামান বলেছেন:
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন সারাক্ষণ।
৩| ১০ ই মে, ২০১৪ রাত ১১:০৮
অন্ধবিন্দু বলেছেন:
জামান,
পৃথিবীর ক্লান্তিমুছে দিতে স্বপ্নপারাপারের আয়োজন ...
সুন্দর কবিতা।
শুভ কামনা
১২ ই মে, ২০১৪ রাত ৮:৩৮
আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগত জানাই।
৪| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:০২
অদৃশ্য বলেছেন:
মুগ্ধ হলাম লিখাটি পাঠ করে... অপূর্ব...
শুভকামনা...
১২ ই মে, ২০১৪ রাত ৮:৩৯
আহসান জামান বলেছেন:
বিনীত শুভেচ্ছা কবি, ভালো থাকবেন সারাক্ষণ।
৫| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধপাঠ্য !
১৪ ই মে, ২০১৪ সকাল ৮:১৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
৬| ১৬ ই মে, ২০১৪ রাত ৮:৩২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি,
কেবলই এই ছন্নছাড়ার নুপূরে বিষণ্ণ সুরে --- এই লাইনটা এভাবে পড়েছি --- কেবলই এই ছন্নছাড়ার নুপূর বিষণ্ণ সুরে।
বরঙ বর্তমানে স্বপ্নের পারাপার করি
কবিতা ভালো লাগলো।
শুভকামনা রইল।
২১ শে মে, ২০১৪ রাত ৮:০৭
আহসান জামান বলেছেন:
আপনার পাঠই আমার আনন্দ, ভালো থাকবেন কবি।
৭| ২২ শে মে, ২০১৪ রাত ১০:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
জামান ভাই,
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।
সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।
শুভেচ্ছা।
২৩ শে মে, ২০১৪ রাত ১২:৫৭
আহসান জামান বলেছেন:
আমি আছি আপনাদের সাথে। আমি এখানেই নিয়মিত যতটুকু পারি।
খুবই ভালো উদ্দ্যোগ, আমিও এরকম ভাবছিলাম। ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৪ বিকাল ৫:২৩
আহসান জামান বলেছেন:
আমি আপনার ইয়া-হুতে ই-মেল করেছি। ফেবু-তে পারছি না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৪ রাত ১:১৯
শাহরিয়ার মামুন১ বলেছেন: shondor