![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
মেঘ এসে ভর করে সূর্যালোকের দেশে
মুছে মুছে একেঁ যায় ব্যথিত কালো রং
দিনমান নূয়েঁ এসে ক্ষয়িষ্ণু আবাদে ডাকে
মেঘের আত্মনাদ। চারিপাশ জ্বং ধরা তামাটে
রোদ্দুরে পোড়ে অতীতের দাহ; একা।
বর্ষা কদমের ভাজেঁ নামে সুগন্ধসন্ধ্যার সাজ;
পুরানো পল্লীর কিশোরীমনে আঁকা স্বপ্নের রংধেনু
কতদূর নিয়ে যায় কল্পের উড়োজাহাজ।
বেলাশেষ; শ্রান্ত করে দেয় পৃথুল চলাচল;
সাদা বকের ধ্যানে তাপসী প্রেম পোড়ে নিঃঙ্গতা;
ক্ষুর্ধাত পুরুষের হাতে থাকে না কিছুই নবীন।
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, কেমন আছেন কবি ?
৩| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল থাকবার প্রচেষ্টায় ৷
শুভকামনা.....
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ ।
৪| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেকদিন পর!
ভালো লাগলো কবিতা।
১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৩
আহসান জামান বলেছেন:
ব্যস্থতায় আর আসা হয়না, মন পড়ে থাকে। আপনি কেমন আছেন?
৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১০
সায়েম মুন বলেছেন: সুন্দর, যেন দৃশ্যমান কিছু চিত্রপট এঁকেছেন।
১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৪
আহসান জামান বলেছেন:
কবি, কেমন আছেন?
৬| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ।
১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:০১
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, আপনাদের সবাইকে পেয়ে খুবই ভালো লাগছে। ভালো থাকবেন।
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
১৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৭
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।
৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১৯ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৪৯
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন সারাক্ষণ।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
দিনমান নূয়েঁ এসে ক্ষয়িষ্ণু আবাদে ডাকে
মেঘের আত্মনাদ। চারিপাশ জ্বং ধরা তামাটে
রোদ্দুরে পোড়ে অতীতের দাহ; একা। - ভাল লাগল ৷
বেশ কিছুদিন পর লিখলেন ৷ ভাল সময়ে আছেন নিশ্চয় কবি ৷