নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য, চোখ ও তুমি

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৩

গন্তব্য

ফিরে যাওয়ার আগে গন্তব্য চাই নিশ্চিত
নতুবা ফেরার পথগুলো মুছে যাবে ভুলচিহ্নে
তামাটে রঙে ডুবে যাবে আশাবাদের জাহাজ;
নোঙর পাবে না খুঁজে। বুনোপাখি ভুলোপথে
রাত্রি করে যাপন। তারছেঁড়া বেহালায়
বাজে না সুরের মূর্ছনা। ক্লান্তিজমা শিশিরে
বুনে রাখি স্বপ্ন; আগামীর সুপ্রভাত।

চোখখুলে দেখে নিও সোনালী আকাশ;
নীলিমা চাঁদরে আবার গেয়ে ওঠুক
ডাক-নামতার হাঁক; প্রসন্নহাওয়ারা আনুক
প্রফুল্লপ্রহর। ফুলের ঢলে জেগে উঠুক
বিনম্রতা; সাদাবকের ধ্যাণে নিশ্চুপে
জেগে ওঠে স্বপ্নপ্রহর; নিশ্চিত গন্তব্যের পথচিহ্নরা
নিলামে ডেকেছে আজ; একতার গান।

চোখ

আমাদের যাদুটানা চোখ; গোপনগহীনে
সাজঘরে ঢেকে রাখে যাপনের অযুহাত।

যা দেখো; অলীক আলোঘর, নূপুরে ডুবে থাকে
কান্নারা। নিয়ত হনন করে আত্মার ভিতর।
যা শোনো; মিছেমিছে সুখপাখি ডাকি
গোপনে ক্ষয়ক্ষতি, হানাহানি।

মধ্যরাতে, সত্যরা জেগে ওঠে; নির্ঘুম করাঘাত।

তুমি

পুনশ্চ ফিরে এলে, বকুলের ঘ্রাণে
শিশিরে ডুবিয়ে পা; তোমার অবহেলা
অবলীলায় মেনে নেবো। মাতা পেতে
আবারও দোষী হবো দারোগা বাবার চোখে।

পুনশ্চ ফিরে এলে, হাঁটুজলে গামছায় জলভরে
তুলে নিবো মাছের গোপন স্বপ্ন, চরকার সূতোয়
বুনে দিবো তোমার শীতের চাদর।

পুনশ্চ ফিরে এলে, তোমার মনের পলিমাটি
ঘেটে বুনে দিবো একশো গোলাপ; খোঁপায়
গুঁজে দিবো বেলীফুলের মালা।

পুনশ্চ ফিরে এলে, ফিরিয়ে দিও তৃষ্ণায়;
আমার আজন্ম ভালোবাসা তুমি।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: তিনটা কবিতাই দারুন লাগলো ++++++

ভালো থাকবেন অনেক :)

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, কেমন আছেন?

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চোখেগন্তব্য তুমি তে ৷

জেগে ওঠে স্বপ্নপ্রহর; নিশ্চিত গন্তব্যের পথচিহ্নরা
নিলামে ডেকেছে আজ; একতার গান
- ভাল লাগলো ৷

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৩

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২০

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো তিনটি কবিতায় । :)

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই, ভালো থাকবেন।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৪

তাওহীদ৭১তমাল বলেছেন: সুন্দর লিখেছেন। শুভেচ্ছা

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই, ভালো থাকবেন।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯

তুষার কাব্য বলেছেন: মধ্যরাতে, সত্যরা জেগে ওঠে; নির্ঘুম করাঘাত। বাহ...

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৫

আহসান জামান বলেছেন:
ব্লগে স্বাগত জানাই, ভালো থাকবেন। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬

আমিনুর রহমান বলেছেন:



পাঠে মুগ্ধতা আর বরাবরের মতোই দুর্দান্ত।

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছেন?

৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আমিনুর রহমান বলেছেন:



ভালো আছি। আপনি কেমন আছেন?

১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

আহসান জামান বলেছেন:
আমিও ভালো আছি।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো। তিনটি লেখাই।

শুভকামনা ভাই। অনিঃশেষ।

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.