![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
সন্ধ্যার কালো অন্ধকারে সিঁদ কেটে
ঢুকেছে ঘরে একরাশ শূন্যতা;
নিঃস্বতার জানালায় পাখিমন
উদাসী হাওয়ার ফেরী; অসাবধানী ইচ্ছেরা ওড়ে
মেঘমালায় আর বিষণ্ণনদীরা কাঁদছে একা।
সাধের ছায়ায় গাঁথা থাকে
আহত স্বপ্ন; বিগত জীবনে আঁকা থাকে
বেদনার নক্সী; সুঁচ-সূতোয় বোনা অতীতকাহন।
কবেকার কথার ঝুড়ি নামছে এই
শূন্যতায় ভর করে, কালঘড়ি উল্টোপথে হেঁটে
কেনো জানি পড়ায় আবার অতীতশ্লোক;
অবাক হাওয়ার ওড়ে মেলার শোরগোল।
হঠাৎ দু'চোখ মেলে তাকালে দেখি,
দু'হাতে অন্ধকার কুঁড়িয়ে খুঁজে পাই
সামান্য তছনছ; পাওয়া ও না-পাওয়ার নিকাশ।
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৯
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ নাজমুল ভাই, ভালো থাকবেন। ব্লগে স্বাগত জানাই।
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩১
মামুন রশিদ বলেছেন: সাধের ছায়ায় গাঁথা থাকে
আহত স্বপ্ন; বিগত জীবনে আঁকা থাকে
বেদনার নক্সী; সুঁচ-সূতোয় বোনা অতীতকাহন।
শূন্যতার কবিতা ভালো লেগেছে ।
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩০
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই, ভালো থাকবেন।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১
কলমের কালি শেষ বলেছেন: বেশ লাগলো কবিতায় । +++
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩০
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
সুমন কর বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩১
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন কবি।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
কিছু স্বপ্নহিসেব হয়ত মিলে না রয়ে যায় অতৃপ্তির স্মৃতির গহ্বরে ৷
সাধের ছায়ায় গাঁথা থাকে
আহত স্বপ্ন; বিগত জীবনে আঁকা থাকে
বেদনার নক্সী; সুঁচ-সূতোয় বোনা অতীতকাহন- বেশ লাগলো ৷
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩২
আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
অদৃশ্য বলেছেন:
খুব সুন্দর কবি... খুব
শুভকামনা...
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৩
আহসান জামান বলেছেন:
আপনি দেখি আমার নিয়মিত পাঠক! প্রিয় কবি, ভালো থাকবেন।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভেচ্ছা রইল
০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৪
আহসান জামান বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা ভাই, ভালো থাকবেন। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৮
নস্টালজিক বলেছেন: হঠাৎ দু'চোখ মেলে তাকালে দেখি,
দু'হাতে অন্ধকার কুঁড়িয়ে খুঁজে পাই
সামান্য তচনছ; পাওয়া ও না-পাওয়ার নিকাশ।
সুখপাঠ বিষাদ।
তচনছ না তছনছ? নেমছে কি নামছে হবে?
শুভেচ্ছা আহসান।
আর, শুভ জন্মদিন।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
আহসান জামান বলেছেন:
আপনার গভীরপাঠ আমার ভালো লাগে। ভালো থাকবেন কবি। ধন্যবাদ।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২২
অদৃশ্য বলেছেন:
শুভেচ্ছা... শুভকামনা...
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
আহসান জামান বলেছেন:
আপনাকে বিনীত ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগছে লেখা ++++++