![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
নিঃসঙ্গতার খেলাঘরে উদ্ববিগ্নতার চর জেগেছে
একলা মাঝি; সামলে রেখো; দিবারাত্রিকালের চাকা।
জলনুপূরে ছলের কাঙন; ছিটকে কাঁদে রাতের ভুতুম।
যেমন করেই অংক কষি; শূন্য মেলে।
কাল ঘড়িতে বাজছে ধ্বনি; উদ্ধশ্বাসে ছুটছে জীবন
মনপনবে বোধের পাখি নিরুদ্দেশে পাড়ি দিচ্ছে;
কোথায় যাবি? খাবলে খাবি পাপের দহন।
জোছনাখরায় আকাশ পোঁড়ে অন্ধকারে
তিমিরকালো রাতের পথিক একেলা হাঁটে
বুকের হাঁপড় উপচে ডাকে কোথায় আছিস!
শ্রাবণজলের ঢল নেমেছে; নৌকো ফুটো
ডুবছে শহর, ডুবছে মানুষ
আবাস ছেড়ে ছুটে যাচ্ছে বাঁচার আশায়।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭
একজন সৈকত বলেছেন:
"নিঃসঙ্গতার খেলাঘরে উদ্ববিগ্নতার চর জেগেছে
একলা মাঝি; সামলে রেখো; দিবারাত্রিকালের চাকা।"
- ভালো লাগা রেখে গেলাম!
২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২
আহসান জামান বলেছেন:
আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বেশ ৷ আবৃত্তি উপভোগ্য ৷
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৬
আহসান জামান বলেছেন:
আপনি কি আবৃত্তি করেন? শুনাবেন।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
উপরওয়ালা সে বর দান করেননি ৷ তবে আবৃত্তি করে পড়তে ভিন্ন অভিজ্ঞতা লাগছিল ৷ কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন কবি ৷
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
আহসান জামান বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো ! ভালোলাগা জানবেন কবি !