![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
প্রস্থানের বাঁশি বাজে, দলছুট মাছি একা
ডাকছে হর্দ্দ; কোমলক্লান্তির ঘনমেঘ
জমেছে, বিষণ্ণ হাওয়ার ডানায়;
আমাকে কেড়ে নিচ্ছে নিঃসঙ্গতা।
জেগে উঠছে তেপান্তরে অন্ধকার
ঘন কুয়াশার পথ; সেখানে মৃত্যুর শ্লেজে
দু'পায়ের ছাপ, আঁকছে নক্সীর গান।
বৃদ্ধবটের বাঁকলে স্মৃতিচিহ্নে
অতীতের রোদ এসে পোঁড়ায়
দেহঘ্রাণ; স্বযত্নে মুছে নিও কেউ
এই অবেলার তিমিরকালো
মানবিক আর্ত্মনাদ।
তোমার হাতে থাক রোদ্দুর;
আগামীর গান। শাবকের স্বপ্নে তুমি
ভেসে যেও ইচ্ছেনদীর ঘাটে।
প্রজাপতির রং মেখে
ছবি এঁকো আমার নিঃসঙ্গরাত।
অভিমান শেষ হলে, একদিন
খুলে দেখো আমার অভিলাষ
নিষিদ্ধকর্পূরের গন্ধে ছুঁয়ে দিও
আমার না-থাকা ছায়া, কয়েকটি
বিবর্ণ শব্দে গাঁথা সামান্য ভালোবাসা;
ভিখারীর ক্ষুধার্ত চোখের মতো প্রেম
সারসের গ্রীবায় বেঁধে রাখা ভুতূমের রাত।
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ অভি, একান্ত পাঠক, অনবদ্য কবি। ভালো থাকবেন এ নববর্ষে।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
নীল আতঙ্ক বলেছেন: লেখার জন্য ভালো লাগা রইলো
+++++++++
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নীল, ভালো থাকবেন।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫১
অপনেয় বলেছেন: বেশ হয়েছে! https://a.gfx.ms/Emoji_1F337_27.png
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
আহসান জামান বলেছেন:
আপনাকেও ফুলেল শুভেচ্ছা, ভালো থাকবেন। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগত জানাই।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়।
অভিমান শেষ হলে, একদিন
খুলে দেখো আমার অভিলাষ
নিষিদ্ধকর্পূরের গন্ধে ছুঁয়ে দিও
আমার না-থাকা ছায়া, কয়েকটি
বিবর্ণ শব্দে গাঁথা সামান্য ভালোবাসা;
ভিখারীর ক্ষুধার্ত চোখের মতো প্রেম
সারসের গ্রীবায় বেঁধে রাখা ভুতূমের রাত।
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১০
আহসান জামান বলেছেন:
গভীর পাঠের জন্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১২
আহসান জামান বলেছেন:
অনেকদিন পর আপনাকে পেলাম, মাসুম ভাই। শুভ নববর্ষ, ভালো থাকবেন সারাক্ষণ।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বৃদ্ধবটের বাঁকলে স্মৃতিচিহ্নে
অতীতের রোদ এসে পোঁড়ায়
দেহঘ্রাণ; স্বযত্নে মুছে নিও কেউ ভাল লাগল ৷
২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর ।