নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি;

কিছু না-বলা-কথা নিশ্চিতেই থেকে যায়

না-বলার ভিতর; সংগোপনে।



আমরা হয়ত অনেক কিছুই ভেবে নিই

স্বপ্ন আঁকি। ভাবন্তর করে রাখি সারাক্ষণ;

ইচ্ছেরা ছুটে আসে, দ্বিগুণ ইচ্ছের ভিতর।



যেভাবে ঘরে ফেরে, ঘরের মানুষ

স্বপ্নজ হাওয়ারা ওড়ে নতুন আকাশে;

তোমারও দু'চোখে ভরে ওঠে প্রশ্নমুকুল।



একদিন গোপন দরজা খুলে

গোপনতাগুলোকে ছুটি দিও,

উদাস আকাশে; নীলকপোতের ডানায়

ভাসুক; ইচ্ছে-ফড়িং।



তবুও; তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি;

কোনো কোনো গোপন দুঃখরা মরে যায় আর্ত্মনাদের আগেই।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: একদিন গোপন দরজা খুলে
গোপনতাগুলোকে ছুটি দিও,
উদাস আকাশে; নীলকপোতের ডানায়
ভাসুক; ইচ্ছে-ফড়িং।



ভালো লাগল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৪

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ সুমন, ভালো থাকবেন।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৮

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই, ভালো থাকবেন।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

দীপংকর চন্দ বলেছেন: তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি;

অসাধারণ!

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১১

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

সায়েম মুন বলেছেন: তবুও; তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি;
কোনো কোনো গোপন দুঃখরা মরে যায় আর্ত্মনাদের আগেই।
--টাচি কবিতা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

আহসান জামান বলেছেন:
আপনার ফিরে আসাটা খুবই প্রয়োজন। কেমন আছেন?
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: ভাইয়া কি হলো?
এমন দুঃখ কবিতা?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

আহসান জামান বলেছেন:
দুঃখ কোথায়? এতো সত্যকাব্য; ৪৫ + ! নিঁখাদ দুষ্টামী :)

কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সারাক্ষণ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: তবুও; তুমি কখনও জানবে না, তুমি কী জানোনি;
কোনো কোনো গোপন দুঃখরা মরে যায় আর্ত্মনাদের আগেই।
বেশ লিখেছেন কবি ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

আহসান জামান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি। বইমেলার শুভেচ্ছা। কেমন আছেন?

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি সুপ্রিয় ব্লগার আপনি কেমন আছেন ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

আহসান জামান বলেছেন:
আমিও ভালো আছি কবি।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ইচ্ছে-ফড়িং উড়ে যাক ৷ দুঃখেরা হয়ত কোথাও আঁচড় দিয়ে যায়; স্মৃতিতে ৷


পংক্তিমালা অনুভবে রইল ৷

২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

৯| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:২৪

সাজ্জাদ দীপ্ত বলেছেন: ভালো লাগলো!

০৫ ই মে, ২০১৫ রাত ১:২৯

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ব্লগে স্বাগত জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.