![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
দিনান্তর দিন শূণ্যতার ডালপালা বাড়ে
এইঘরে; বসার সোফার ফোমে
মুখথুঁবড়ে বসে থাকার ভিতরও আলসেমি
পায়চারী করে। নির্ঘুম চোখ, ক্লান্তিহীন;
যতটুকু ঘুম নামে চোখে, ততোধিক দুঃস্বপ্ন;
লুটে খায় আদিঅন্ত; জলদস্যুর বেশে।
দিনান্তর দিন নির্বাক; স্বরের ভিতর নিষ্প্রাণ শব্দরা
নৈঃশব্দে হেঁটে যায় অনড়দেশে; বিকেলের
অস্তগামী রোদের ভিতর তামাটে ম্লানচিহ্ন এঁকে
চিবুকে জেগে থাকে বিষণ্ণতা।
দিনান্তর দিন রাতজাগা পাখি;
অন্ধকারে বসে, আধাঁরের জাল বুঁনি একা;
কষ্টরা ফিরে আসে; পাপ ও ধ্বংসের ভিতর।
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। ভালো থাকবেন সারাক্ষণ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫
জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে ভাই
+
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
দিনান্তে সবাই একা; কখনো কখনো ৷
স্নিগ্ধপাঠ ৷
০১ লা মে, ২০১৫ রাত ১২:১৪
আহসান জামান বলেছেন:
আমার মুগ্ধতা, ভালো থাকবেন।
৪| ০১ লা মে, ২০১৫ রাত ১:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: মুগ্ধতা জানবেন !
০১ লা মে, ২০১৫ রাত ১:৫৬
আহসান জামান বলেছেন:
কবি, কোথায় আপনি?
কবিতা পড়ার জন্য বিনীত ধন্যবাদ, ভালো থাকবেন।
৫| ০১ লা মে, ২০১৫ রাত ৯:৪৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা কবি। অনেক।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক।
নির্ঘুম চোখ, ক্লান্তিহীন;
যতটুকু ঘুম নামে চোখে, ততোধিক দুঃস্বপ্ন;
০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আহসান জামান বলেছেন:
ভালো লাগছে কবি, ভালো থাকবেন।
৬| ০২ রা মে, ২০১৫ রাত ৮:২৯
সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে কবি।
আপনার নিরবিচ্ছিন্ন কবিতা লেখাকে সাধুবাদ জানাই।
০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
আহসান জামান বলেছেন:
আপনার পাঠে আনন্দ পাই। কবি ভালো থাকবেন।
৭| ০৪ ঠা মে, ২০১৫ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৫ ই মে, ২০১৫ রাত ১:২৯
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো আহসান ভাই।