![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
সন্ধ্যা নামলেই তামাটে আলো দ্রুত হারায় অন্ধকারে, সন্ধ্যা নামলেই ক্লান্তির মেদ জমে; কোথাও হঠাৎ ফিরে যাওয়ার হিল্লোলে শিউরে ওঠে বাতিঘর, মোড়ের দোকান, গৃহপালিত পশুরা, মানুষেরা; অবাক উর্ধ্বশ্বাসে।
তড়িঘড়ি চোখের পাতায় ফিরফিরে হাওয়ারা আঁকে সরিষাক্ষেতের মতো হলুদ উঠোন, মাধবীলতার ঘ্রাণে নাচে অসংখ্য জোনাকীর দল, আকাশের নীলিমায় ভাসে অযুত নক্ষত্রেরা। চারিপাশের নৈঃশব্দতার তার ছিঁড়ে হয়ত কোথাও, হয়ত কবেকার স্মৃতির সূতো ছিঁড়ে উড়ে গেছে উড়ন্ত ঘুড়ি নিরুদ্দেশে, বেসামাল দ্বি-চক্রযানের চাকায় জড়িয়ে গেছে কার গায়ের শীতের দীর্ঘচাদর অথবা হাত ফসকে প্রিয় কিছু; মুহূর্তেই কুঁচিকুঁচি। বুকের ভিতর একটা কান্না সেই থেকে বসে থাকে একা নির্জনে; হারাবার ভয়ে আত্মার্থ করে রাখে কতসব লাল, নীল বেদনা।
তারপর একদিন সবকিছুই বদলে যায়; কালের চাকায় ক্রমশঃ বদলে যায় স্বপ্ন-দুঃখ-আনন্দ-বেদনা, পাওয়া ও না-পাওয়া। সন্ধ্যা নামলেই গড়ে ওঠে নতুন পৃথিবী, ভাবন্তরের সিঁড়ি বেঁয়ে ওঠে যাওয়া আরেকটা অলীকপথ।
২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৯
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেকদিন পর এসে, অনেকদিন পর আপনাকে পেলাম। ভালো থাকবেন।
২| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো আহসান ভাই।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২০
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই। কেমন আছেন?
৩| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পাঠে ধন্য ৷ জীবনকথন ৷ জীবনের কথা ৷
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২২
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আলম ভাই, ভালো থাকবেন।
৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন: বেশ! ভাল লাগল।
সুন্দর কিছু অনুভব পেলাম...
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৩
আহসান জামান বলেছেন: বিনীত শুভেচ্ছা সুপান্থ দা, ভালো থাকবেন।
৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪২
লেডি বার্ড বলেছেন: ভালো লাগছে লেখাটা।
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৪
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সারাদিন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০০
লেখোয়াড়. বলেছেন:
লেখাটি খুব সুন্দর একটি অনুভূতি জাগিয়ে দিল।
ভাল লাগল।