![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
আমিতো কবেই উদাস হাওয়ায় উড়ে
মুছে গেছি অপলক চোখ থেকে;
একলা ছাদের দ্বিগুন ছায়ার বিকেলে,
বাড়ীফেরার পথে হেঁটে ভীড়ের ভিতর
ফসকে আমি, বুনোমানুষ; অপরিচিত।
আমিতো কবেই পুরাণ পুথিঁর সেজে
রয়ে গেছি ঘরের অপ্রয়োজন তাকে;
অজস্র ধুলিকণার বিছানায়। আর এই-ছুঁড়ি
শিশুমনের কাছে; মিনতী ভরাট
অযুহাতে সামান্য কেউ।
আমিতো কবেই মনভোলা পথহেঁটে
এইসব শহর ছেড়ে
চলে গেছি অজ্ঞাত গ্রামে;
মেঘলা ধোঁয়াটে কুয়াশার চাদর মুঁড়ে।
২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩২
আহসান জামান বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ব্লগে স্বাগত জানাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: আমাকেও সাথে নিতেন ইট পাথরের দালান ভেঙ্গে
অনেক ভালো লাগলো ভাই
অনেক ভাল লাগা রেখে গেলাম