![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
নিঃশব্দে ছুঁয়েছো অই
সাদামেঘের দল, আর এঁকেছো
ধোঁয়াটে আকাশ তোমার চূঁড়োয়।
যেখানে হাত রাখি মৃণালে
জড়িয়ে ধরে কোমল স্পর্শে।
সারিসারি বেড়ে ওঠে
পাইনের সজীবতা। পুরাণ মৃত্তিকার রসায়নে
করেছো জড়ো সহস্র শতাব্দির সমাহার।
বেঁধেছো বন্ধন অটুট আলিঙ্গনে; বিস্তার ভূমি তুমি
ভাঁজে ভাঁজে রেখেছো ধরে
শিশুর চোখের মতো স্বচ্ছজলের স্তুপ।
পুকুরের সবুজ বনধারে
রোদ্দুরে বুনেছো সবুজ শাড়ী
তার রেশ নাচে জলের গভীরে
আর কী অদম্য স্রোতে খুলে দিলে
ঝর্ণাধারা; হীম-শীতল জলের নুপুর বাজে সারাদিন।
যেখানেই চোখ রাখি, যতদূরে দেখি
তুমি ছড়িয়ে দিয়েছো তোমার সাম্রজ্য; অপূর্ব প্রকৃতি।
০১ লা আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৭
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০১ লা আগস্ট, ২০১৫ ভোর ৪:৫৮
আহসান জামান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন প্রতিদিন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৭
নৈশ শিকারী বলেছেন: