![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
আমিতো জেগে আছি
ভুতূমচোখে; তোমাকে দেখবো
আজ তুমুল জোছনারাতে।
অমাক্ষয়ে ধুয়ে গেছে
বিগতের পাপ; বৃষ্টিজলে।
আশার ত্রাণে ভরে স্বপ্নতরী।
গোলাপকুঁড়ি খুলে
ভোরের আবীরে রোদ্দুর
এসে ভীড় করে অনাথ চিবুকে;
অসংখ্য বাদক পাখিরা মিথযন্ত্রের
মূছর্ণায় বেঁধেছে বোধের নম্রপ্রাণ।
আমি আজ প্রকাশ করি
তোমাকে অবাক চোখের ভিতর;
নীলজলে আঁকা রাজকণ্যারা
কবেকার পথ হেঁটে চলেছে
অমর অন্ধকারে; তুমি তা
করেছো অর্জন আমার গহীনে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২৫
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
আহসান জামান বলেছেন:
শুভেচ্ছা হাসান ভাই, ভালো থাকবেন।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
জাহাঙ্গীর.আলম বলেছেন: অমাক্ষয়ে ধুয়ে গেছে
বিগতের পাপ; বৃষ্টিজলে।
আশার ত্রাণে ভরে স্বপ্নতরী - ভাল লাগলো ৷
বিদগ্ধ অন্তর্পাঠ ৷
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
আহসান জামান বলেছেন:
স্নিগ্ধতা, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫২
কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।