নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান জামানের কবিতা

আহসান জামান

আহসান জামান

মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান

আহসান জামান › বিস্তারিত পোস্টঃ

এমন করে যায় না চলে যাওয়া

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

এমন করে যায় না চলে যাওয়া
মনের ভিতর অবাধ আনাগোনা
থমকে থাকে অতীতদিনের হাওয়া।

মধ্যদুপুর মাথার উপর রোদ
ছলচতুরীর মন্ত্রেবাঁধা বোধ
উড়তে চেয়ে বাঁধছে মাথায় ছাদ।

তোমার আমার অনেক হিসাব বাকী
কথার ফাঁকে কথা গেঁথে ফাঁকি
ডাকছে দূরে আরপরানের চাবি
অযুহাতের স্বপ্ন দিয়ে আঁকি।

বুকের ভিতর শ্রাবণদিনের জল
একময়ূরী নাচছে পায়ে মল
কৃষ্ণচূড়ায় লাল আগুনের ফুল।

উদাসপুরে নদীর খেয়াপারে
তোমার কাছে শেষপারানি রেখে
নিরুদ্দেশে গিয়েছিলাম আমি।

ফিরতে চেয়ে, ফিরতে দেরী দেখে
তুমিও কেমন কপাট দিলে এঁটে
বন্ধঘরে মরছি অভিশাপে;

এমন করে যায় না চলে যাওয়া।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: ভালোই তো।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

আহসান জামান বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি, ভালো থাকবেন।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

তুষার কাব্য বলেছেন: এমন করে যায় না চলে যাওয়া।

এমন করে চলে যেতে নেই ।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

আহসান জামান বলেছেন:
হা হা! ভালো থাকবেন তুষার কাব্য। ধন্যবাদ।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর তো!!
ছন্দ গুলো ও ভাল লাগছে।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

আহসান জামান বলেছেন:
আপনাকে ধন্যবাদ ও ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.