![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
কবি
বেলা শেষ; কবি গেছে ফিরে
নির্জনতার নৌকো চড়ে। যাকিছু
থেকে গেছে পৃথুলের কাছে
জন্মায় ক্ষয়িষ্ণু পাপ; লোভ আর
ক্ষোভ। কবিমন স্বভাবেই পোঁড়ে।
বিষণ্ণ
নদীরা নারী; সহজেই ভোলে
নিজকে ভিজয়ে জলে, শুকায়
রোদের হাটে। অযুত দেহভাঁজে
পূণর্তার নামে লিখে রাখে পাপ;
গড়িয়ে সন্ধ্যা নামে; বিষণ্ণ সন্ন্যাসী।
একা
তারপর নিরিবিলি; পথ হাঁটা পথ
নিস্তব্ধতার মৈথুনে মেতে; কালঘরে
পাপের মেদে ডোবায় অন্ধকার।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৫
আহসান জামান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ব্লগে স্বাগত জানাই। ভালো থাকবেন।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৬
আহসান জামান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ব্লগে স্বাগত।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০
সুমন কর বলেছেন: চমৎকার ! ভালো লাগাসহ প্লাস।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৭
আহসান জামান বলেছেন: ভালো লাগলো আপনাকে দেখে, ভালো থাকবেন। ধন্যবাদ।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিমন স্বভাবেই পোঁড়ে।
দারুণ।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৮
আহসান জামান বলেছেন: বিনীত শুভেচ্ছা কবি, ভালো থাকবেন।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৮
আহসান জামান বলেছেন: ব্লগে স্বাগত, ভালো থাকবেন। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লিখেছেন।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
০১ লা মার্চ, ২০১৬ ভোর ৪:২৭
আহসান জামান বলেছেন: আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন কবি। আপনিও ভালো থাকবেন।
৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩০
সায়েম মুন বলেছেন: সুন্দরম।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৬
আহসান জামান বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা কবি, ভালো থাকবেন।
৮| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৭
তার আর পর নেই… বলেছেন: সুন্দর! এক ধরণের মোলায়েম ভাল লাগা +++
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৮
আহসান জামান বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা, ভালো থাকবেন। আমার ব্লগে স্বাগত জানাই।
৯| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিষণ্ণক্ষণ নিভৃতে শব্দেরা জলে ভাসে ৷
উপলব্দি পাঠ ৷
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২
আহসান জামান বলেছেন: স্নিগ্ধতা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯
বিজন রয় বলেছেন: কালঘরকে আমি অভিশপ্ত ঘর বলতে পারি।
অতি সুন্দর কবিতা।বিষয়।
++++