![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
এইখানে খুব নিরিবিলি; একা
রেখে যাওয়া শীতের কুয়াশায়
ধোঁয়াটে চাদরে বুনোমন; ম্রিয়মাণ
এক সন্ধ্যা হঠাৎ থমকে দিয়ে
ডাকলো আবার; পুরানো কোথাও।
ভীষণ নিরবে পাললিক চিহ্নে আঁকা
বিবর্ণ বিদ্যাপীঠ; অসংখ্য মুখছবির
হৈহুল্লোড়র। দিনশেষের ঘন্টা বাজিয়ে
প্রফুল্লমুখে চলে গেছে দূর স্থবিরদেশে
কোমল রোদে পোঁড়া বিষণ্ণরথ চড়ে।
একদা কোলাহল নদীর উজানে
ক্ষয়িষ্ণুতরী ঢেউদেশে দিয়েছে পাড়ি;
তার নিরুদ্দেশের বার্তা বুকে নিয়ে
আজও আহতপাখিরা ওড়ে একা।
দুচোখ দিগন্ত পড়ে একা নির্জনতায়।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮
আহসান জামান বলেছেন:
ধন্যবাদ কবি, ভালো থাকবেন।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৪
রাজসোহান বলেছেন: অসাধারণ জামান ভাই!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২০
আহসান জামান বলেছেন:
কবি রাজসোহান, আপনাকে পে্য়ে খুব ভালো লাগছে ... আশা করি কুশলে আছেন।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৪
রাজসোহান বলেছেন: জামান ভাই আমাকে কবি বললে আসলেই লজ্জা পাই। কৃতজ্ঞতা জানবেন ভাই, হ্যাঁ মোটামুটি আছি আরকি
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
আহসান জামান বলেছেন:
খুব ভালো লাগলো, মনে হচ্ছে অনর্গল কথা বলছি।
ভালো থাকবেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১২
বিজন রয় বলেছেন: তার নিরুদ্দেশের বার্তা বুকে নিয়ে
আজও আহতপাখিরা ওড়ে একা।
সুন্দর।
++++