![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনতো ফড়িং; উড়ছে উড়ুক ******************** সমস্ত প্রকাশিত এবং সর্বস্বত্ব সংরক্ষিত @ আহসান জামান
এইযে আমি তোমাকে নিয়ে
ভেবে যাচ্ছি সকালদুপুর;
বৃষ্টি হলে জানালা ধরে যা দেখছি
হয়ত আঁধার, অন্ধকারে আলো
জ্বেলে, আলোকছটায় যা ভাবছি
তুমি জেনো তোমাকে নিয়েই।
বাগানজুড়ে গোলাপকুঁড়ির ছবি
তুলে খুব সকালে চিঠির বাক্সে
পোষ্ট করছি হরহামেশাই
তুমি জেনো তোমাকে নিয়েই।
এই হাভাতির দুচোখ ভরে
স্বপ্নবুনে এক পলকে পালিয়ে
যাওয়ার মুহূর্তেটা ফিরিয়ে দিলাম।
বদ্ধজলে শাফলা ফুলের দৃশ্যাবলি
দেখতে দেখতে একটা দুপুর
তুমি জেনো তোমাকে নিয়েই।
এক কিশোরের হলুদ জামার
ছেঁড়া বোতাম, হারিয়ে যাওয়া
খেলনাগাড়ির কষ্টটুকু ভুলে
থাকার ইচ্ছেটা আজ তোমাকে
দিলাম। ভালো থেকো, যোজন দূরে।
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১
আহসান জামান বলেছেন:
অনেক ধন্যবাদ কবি রাজসোহান। আপনাদের পাঠ আমাকে অনেক অনিপ্রেরণা দেয়। ভালো থাকবেন সারাক্ষণ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৫৪
রাজসোহান বলেছেন: এই হাভাতির দুচোখ ভরে
স্বপ্নবুনে এক পলকে পালিয়ে
যাওয়ার মুহূর্তেটা ফিরিয়ে দিলাম।
এক কিশোরের হলুদ জামার
ছেঁড়া বোতাম, হারিয়ে যাওয়া
খেলনাগাড়ির কষ্টটুকু ভুলে
থাকার ইচ্ছেটা আজ তোমাকে
দিলাম। ভালো থেকো, যোজন দূরে।
এই দুটো অংশ বেশী ভালো লেগেছে। আপনার কল্পনাশক্তি অসাধারণ জামান ভাই, আবারও মুগ্ধ!