নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

বাহাই ধর্মের প্রবক্তা

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৮





বাহাউল্লা ছিলেন বাহাই ধর্মের প্রবক্তা ।বাহাউল্লা বিশ্বাস করতেন যে-তিনিই বিশ্বধর্মের প্রতিশ্রুত উদ্ধারকর্তা ও প্রেরিতপুরুষ যেমন : ১ আদম ২ ইব্রাহিম ৩ মুসা ৪ কৃষ্ণ ৫ জরথুশত্র ৬ বুদ্ধ ৭যিশু ৮মহম্মদ ৯ বাব ও তাঁর পর বাহাউল্লা। তার মতে ভবিষ্যতেও প্রেরিতপুরুষদের মাধ্যমের ঈশ্বরের কথা প্রকাশ পাবে। ৯ম জন বাব নিজেকে ইমাম মাহদি দাবি করার পরও একজন প্রেরিতপুরুষের আবির্ভাবের কথা ঘোষনা করেছিলেন।



১৮৫০ সালে ইরানের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়ালেন বাব।

মৃতদেহ প্রথমে তেহেরান পরে ইজরাইলের নেওয়া হয়।। ইজরাইলের হাইফায় বর্তমানে বাব-এর সমাধি ।



বাব এর হত্যাকান্ডের পর বাবের দেখানো পথ থেকে বাহাই আন্দোলনের সূত্রপাত হল।বাব এর ভবিষ্যৎ বানী আনুযায়ী বাহাউল্লা নিজেকে একজন প্রতিশ্রুত পুরুষ দাবী করেন । বাহাউল্লা অর্থ আল্লার গৌরব।



মূল কথা



১)সৃষ্টিকর্তা একজন। তিনিই সকল সৃষ্টির কারণ।

২) -বাব যার কথা বলেছিলেন আমিই (বাহাউল্লা) সে

২) সব ধর্মমতের উৎস অভিন্ন। পরিবেশের কারণে ধর্মগুলি বিভিন্ন রকম দেখায়।

৩) প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আত্মা। আত্মা অমর। মৃত্যুর পর এটি কখনও ধুলিস্মাৎ হয়ে যায় না।

৪) আমাদের বিশ্বধর্মের ঐক্যের কথা ভাবতে হবে।

৫) জাতিগত সমতায় বিশ্বাস করতে হবে।



১৮৯২ সাশেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বধর্মের প্রতিশ্র“ত উদ্ধারকর্তা।।





বাব-এর সমাধিই বাহাইদের অন্যতম তীর্থ ।

http://www.youtube.com/watch?v=nvBkG8_RyJI





তথ্যসূত্র:



http://www.bahaullah.org/



Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২২

গাজী সুবন বলেছেন: বলেন কি জানতামনাতো,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.