নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী টিভিতে ড্রাগন ডেন অনুরূপ রিয়ালিটি শো প্রচার করা হোক।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৪



ড্রাগন ডেন একটি কানাডিয়ান টেলিভিশনের রিয়ালিটি শো ।, সিবিসি টেলিভিসনে অক্টোবর ৩, ২০০৬ তারিখ শুরু হয় এবং এখনো চলছে। এটা ব্যবসায়িক অর্থায়ন বা বিনিয়োগ শো। ("ড্রাগন" ) কানাডিয়ান বিনিয়োগকারীদের পাঁচ জনেরএকটি প্যানেল ।



কানাডিয়ান উদ্যোক্তাদের কাছ থেকে বিনিয়োগ সুযোগের জন্য প্রতিটি অংশগ্রহণকারী বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন। তাদের ব্যবসার বর্ণনা ,আর্থিক বিবরণ ও কত টাকার বিনিময়ে তাদের ব্যবসার কত ভাগ বিক্রয় করতে চান তার বিবরণ প্রদান করেন।



অংশগ্রহণকারীদের ব্যবসা , খরচ, বিক্রয়, এবং মুনাফা ও আর্থিক বিবরণ মূল্যায়ন করার জন্য ড্রাগনরা একে একে প্রশ্ন করেন এবং বিনিয়োগ প্রস্তাব দেন অথবা তারা আগ্রহী নয় ঘোষণা করেন।

পাঁচ জন ড্রাগন কোন বিনিয়োগ বাতিল করলে অংশগ্রহণকারী চলা যান।



আপডেট নিবদ্ধ কিছু বিশেষ পর্ব দেখতে নীচের লিংক দেখুন:



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হলো এটা আমেরিকার রিয়েলিটি শ্যু Shark Tank এর মতো ।

ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

আলম 1 বলেছেন: হ্যা একইধরণের অনুষ্ঠান।
পড়ার জন্য ধন্যবাদ।

২| ৩১ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৫৯

রাজিব বলেছেন: এ ধরনের অনুষ্ঠান আসলেই দরকার কারণ আমাদের দেশে উদ্যোক্তার বড়ই অভাব।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১:২৬

আলম 1 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.