![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিকদার মেডিক্যাল কলেজের ছাত্রী নূসরাত জাহান হিরা (২০) ও সিটি কলেজের ছাত্রী ফাতেমা তূজ জোহরা স্বর্ণাকে (১৮) নিয়ে বাবা নুরুল হক রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। সঙ্গে ছিল খালাতো বোন জান্নাত নাঈম লাকী। মাওয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া লঞ্চের যাত্রী হয়েছিলেন তারা সবাই। তীরে উঠে মেয়েদের হারিয়ে বুক চাপড়াতে থাকেন নুরুল হক। কিছুক্ষণ পর খুঁজে পান হিরার লাশ। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে প্রথম লাশটিই তার বড় মেয়ে হিরার। মেয়ের লাশ পেয়ে শোকে বিহ্বল হয়ে পড়েন বাবা।
সূত্র: ইত্তেফাক।
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪
আলম 1 বলেছেন: আমাদের হাহুতাশ করা ছাড়া আর কি করার আছে।
২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৩
কোবিদ বলেছেন:
হীরার রুহের মাগফেরাত কামনা করছি।
তার অপর বোন সিটি কলেজের ছাত্রী ফাতেমা তুজ জোহরা স্বর্ণা
এবং তাদের খালাতো বোন জান্নাত নাঈমের ফিরে আসার অপেক্ষায় রইলাম।
আল্লাহ এই বিপদে তাদের পিতা নুরুল হককে শোক সহ্যকরার ক্ষমতা দান করুন। আমিন-
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৪
আলম 1 বলেছেন: আমিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৩
লেখোয়াড় বলেছেন:
ভেবেছিলাম এবার ঈদ ভালভাবে কাটবে।
তা আর হলো না।
চারিদিকে শুধু মৃত্যুর মিছিল!!
শোক আর কষ্ট!!