![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোতিঃপদার্থবিজ্ঞানী মেঘনদ সাহা ঢাকা জেলার শেওড়াতলী গ্রামে ১৮৯৩ সালের ৬ অক্টোবর তারিখ জন্মগ্রহণ করেন । দরিদ্র পিতা জগন্নাথ সাহার পুত্র মেঘনদ সাহার প্রাথমিক শিক্ষা ঢাকা কলেজিয়েট স্কুলে শুরু । পরে ঢাকা কলেজ, ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে লেখাপড়া করেন। ১৯২৩ থেকে ১৯৩৮ পর্যন্ত এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং ১৯৫৬ সাল থেকে তাঁর মৃত্যু পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক এবং ডিন ।
১৯২৭ সালে রয়েল সোসাইটির ফেলো হন।
মেঘনাদ সাহা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জন্য চার বার মনোনীত হয়েছিল । ১৯৩০,১৯৩৭,১৯৩৯ ও ১৯৪০ সালে মনোনীত হলেও তিনি নোবেল পান নি। উল্লেখ্য, ১৯৩০ সালে, সিভি রমন এবং মেঘনাদ সাহা উভয় মনোনীত করা হয়েছে। রমন আলোর আশ্লেষ তার কাজের জন্য এবং (রমন এফেক্ট) তাকে নামকরণ প্রভাব জন্য পুরস্কার পেয়েছে.। সুতরাং, সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী প্রথম এশিয়ান ওঠেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩
আলম 1 বলেছেন: পরবর্তীতে এ বিষয়ে আরও লেখার ইচ্ছা আছে।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৪
ক্রন্দসী বলেছেন: উপনিবেশ শাষনে অন্যদেশ যেমন মাতৃভাষা বাদ দিয়ে শাষকদের ভাষাকে আপণ করতে হয়েছে টার বিপরিতে আমরা এরকম মনিশি পেয়েছি।২০০ বছরেও আমাদের ধ্বংশ করতে পারেনি। এরকম লেখাটার কারনে আপনার প্রতি কৃতগগতা জানাই
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
আলম 1 বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ অজানা ব্যাপারটা জানানোর জন্যে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
আলম 1 বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চার চারবার মনোনীত হয়েও নোবেল না পাওয়া তাঁর দুর্ভাগ্য বটে। তবে নিশ্চয় চারবারই তাঁর চেয়ে যোগ্য প্রার্থী ছিলেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬
আলম 1 বলেছেন: ১) The Nobel Prize in Physics 1937
Clinton Joseph Davisson and George Paget Thomson
"for their experimental discovery of the diffraction of electrons by crystals
২)The Nobel Prize in Physics 1939
Ernest Orlando Lawrence
"for the invention and development of the cyclotron and for results obtained with it, especially with regard to artificial radioactive elements"
৩) The Nobel Prize in Physics 1940
No Nobel Prize was awarded this year. The prize money was with 1/3 allocated to the Main Fund and with 2/3 to the Special Fund of this prize section.
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১
খাটাস বলেছেন: very good ... It would be better, if u provide more detail.