![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটি একটি মাছের নাম প্যারট ফিস । দাঁতের ও তোতাপাখি মত ঠোঁটের স্বতন্ত্রার জন্য এই নামকরণ করা হয়। একটু ভাল করে লক্ষ্য করলে দেখবেন তাদের দাঁত চোয়ালের বাইরের পৃষ্ঠের উপর মোজাইকের মত সাজানো থাকায় অনেকটা তোতা পাখির ঠোঁটের মতো দেখাচ্ছে।
Parrotfishes অপেক্ষাকৃত অগভীর ক্রান্তীয় এবং প্রায় ক্রান্তীয় মহাসাগরে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশী পাওয়া যায় ইন্দো -প্যাসিফিক এলাকায়।আরও পাওয়া যায় প্রবালদ্বীপ , পাথুরে উপকূল, এবং সমূদ্র তলের ঘাসের (seagrasses) বিছানায়।
ইন্দো প্যাসিফিক হলো পৃথিবীর একটি জীবভৌগলিক অঞ্চল। মূলত: ভারত মহাসাগর, পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগর, এবং ইন্দোনেশীয়া সংলগ্ন গ্রীষ্মমন্ডলীয় জলের সমন্বয়ে গঠিত একটি সমুদ্র অঞ্চল ।
স্থলভাগের ঘাস ১০০ মিলিয়ন বছর আগে নোনা জলের নীচে বেঁচে থাকা ও নিমজ্জিত অবস্থায় বংশ বৃদ্ধির যে কৌশল রপ্ত করেছিল সেটা আধুনিক seagrasses নামে পরিচিত।
সাধারনত সর্বাধিক মাপ দৈর্ঘ্য ৩০-৫০সেমি। তবে কয়েক প্রজাতির ১ মিটার -১.৩০ মিটার পর্যন্ত পৌঁছতে পারে।
সূ্ত্র: ইন্টারনেট।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
আলম 1 বলেছেন: জানার শেষ নেই।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭
জোহরা উম্মে হাসান বলেছেন: প্যারট ফিস- মাছের নাম পাখির নামে পড়ে খুব অভিভুত হলেম । কত অজানা কিছু লুকিয়ে আছে এই মহাবিশ্বে তার কতটুকুই বা আমরা জনাই !