![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ফুলের নাম গোল্ড অফ কিনাবলু অর্কিড (Gold of Kinabalu Orchid ) । মূল্য প্রতিটি ছয় হাজার ডলার । এটা শুধুমাত্র মালয়েশিয়ায় কিনাবলু ন্যাশনাল পার্ক পাওয়া যায় । এই ফুল শুধুমাত্র এপ্রিল / মে মাসের মধ্যে বৃদ্ধি পায় এবং ফুল ফুটতে অত্যন্ত কঠিন এবং একটি দীর্ঘ (অনেক বছর ) প্রক্রিয়া লাগে । বিরল,অসাধারণত্ব এবং সৌন্দর্যের কারনে এটি অত্যন্ত উচ্চ মুল্যে বিক্রি হয়।
২য় ফুলটির নাম সেনযেন নংগকি অর্কিড (Shenzhen Nongke Orchid ) । আনুমানিক মূল্য্ দুই লাখ ডলার । আট বছর নানা রকম পরীক্ষা করার পর গবেষকরা এই ফুল তৈরীতে সক্ষম হন । পরীক্ষা পরিচালনাকারী গ্রুপের নামে ফুলটির নামকরন করা হয় । ৩য় ফুলটির নাম জুলিয়েট রোজ Juliet Rose । মুল্য একশত আটান্ন লাখ ডলার । এই সুন্দর ফুল তৈরি করতে ডেভিড অস্টিন দীর্ঘ ১৫ বছর সময় নেন । ২০০৬ সালে চেলসী পুষ্প প্রদর্শনীতে এর আত্মপ্রকাশ । ফুলের মেকিং, তার চারুতা এবং সৌন্দর্য দ্বারা জুলিয়েট রোজ বিশ্বে বড় সাড়া ফেলে দেয় । এটি ৩ মিলিয়ন গোলাপ হিসাবে পরিচিত
৪র্থ ফুলের নাম Kadupul Flower (Priceless) । এই ফুলের মুল্য ট্যাগ নেই । এটা বিরল , তাছাড়া ফুলের ক্ষতি না করে এটা তোলা যায় না । ভোর হবার আগে এই ফুল মারা যায় । ফণীমনসা ধরণের এই ফুলটি শুধুমাত্র রাতে ফুটে মিষ্টি সুবাস ছড়ায় । ফুল তোলার পরে ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় না বিধায় কোন দোকানে এমনকি অনলাইনেও কেনা যায় না।
সূত্র : ইন্টারনেট
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৭
আলম 1 বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
২| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩
সোহানী বলেছেন: জুলিয়েট রোজ এর নাম শুনেছি বাট দাম শুনিনি.... ভালো লাগলো পোস্টটি।
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৯
আলম 1 বলেছেন: আমার লেখা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: জানলাম ।
ভালো থাকবেন