নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি অলৌকিক ঘটনা

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯

এই ঘটনাগুলো আমার গুরুজনদের কাছ থেকে শোনা, এবং আমার ধারণা
ঘটনাগুলো সত্যি। কেননা আমি নিজেও একটি ঘটনার চাক্ষুশ সাক্ষী।

১) প্রায় চল্লিশ বছর আগের উত্তরবংগের ঘটনা। পারিবারিক মসজিদে এশার নামাজ পড়ার শেষে সালাম ফেরানোর সময় তিনি খেয়াল করেছিলেন যে তার ডানে একজন এবং বামে একজন দাড়ি্য়ে নামাজ পড়ছে। মোনাজাত করার পরে খেয়াল করেন কেউ নাই। সেই ঘটনায় উনি এত ভয় পেয়ে যান যে সপ্তাহ খানেক প্রচন্ড জ্বরে ভোগেন।

২) একটি ছাত্র হোস্টেলে দুই বন্ধু শুয়ে আছে। জানালা দিয়ে দূরের একটা গাছের পাকা আম দেখে এক বন্ধু আম খাওয়ার ইচ্ছা পোষণ করলে দ্বিতীয়
বন্ধু বলল "আচ্ছা এখনই আম পেড়ে আনছি। " প্রথম বন্ধু দেখল দ্বিতীয় বন্ধুর হাতটা লম্বা হতে হতে আমটা পেড়ে নিয়ে আসল । প্রথম বন্ধু অবাক হয়ে জিগ্যেস করল "তুমি কে?" দ্বিতীয় বন্ধু বলল "আমি জ্বীন।"এই বলে সে হাওয়া হয়ে গেল। এর পরে তাকে আর ঐ ছাত্র হোস্টেলে দেখা যায়নি।

৩)রহমান সাহেব আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন । পথে একটি মিষ্টির দোকানে ঢুকলেন। মিষ্টির অর্ডার দিয়ে অপেক্ষা করছেন, এমন সময় আরেক ক্রেতা এসে অনেক রকম মিষ্টির অর্ডার দেওয়া শুরু করল। দেরি হচ্ছে দেখে রহমান সাহেব দোকানিকে তাড়া দিয়ে বললেন আমার মিষ্টিটা দিয়ে ওনার সাথে কথা বলেন । রহমান সাহেব মিষ্টর প্যাকেট হাতে নিয়ে হেটে যাচ্ছেন। হটাৎ মনে হল পেছন থেক কেউ তাকে জোরে ধাক্কা দিয়ে চলে গেল। তিনি মাটিতে বসে পড়লেন, এবং পেছন দিয়ে তাকিয়ে দেখলেন কেউ নেই। রহমান সাহেবের মুখেই শুনেছি মিষ্টি নাকি জ্বীনদের খুব প্রিয় খাবার। মিষ্টি দোকানে একটি বড় অংশের ক্রেতা তারা।

৪) এবার আমার নিজের দেখা ঘটনা বর্ণনা করি।
স্কুল থকে দুপুরের পরে বাড়ি ফিরেছি। বাড়ির আশেপাশে দেখি হৈ চৈ। শুনলাম আমাদের প্রতিবেশির রাখার ছেলেকে জ্বীনে ধরেছে এবং সে
নারিকেল গাছের ওপরে উঠে বসে আছে। আমার বাড়ি থেকে ২০/২৫ হাত দূরের নারিকেল গাছের পাতার ওপরে বসে বিভিন্ন ধরণের গলায় গান গাইছে। গাছের কাছাকাছি যেয়ে কেউ তাকে নেমে আসতে বললেই সে তার দিকে ডাব ছুড়ে মারতে থাকে। উপায়ন্তর না দেখে প্রতিবেশি দমকলে খবর দিলে দমকলের লোকজন মই দিয়ে উঠে তাকে গাছ থেকে নামায়। এবার তার চিকিৎসার জন্য একজন ওঝা নিয়ে আসা হল। মুরুব্বিরা ওঝা ও রাখালকে সহ প্রতিবেশির ড্র‌য়িংরুমে ঢুকে দরজা, জানালা সব বন্ধ করে দিল। আমি ছোট ছিলাম বলে বাইরে থেকে তাদের কথাবার্তা শুনছিলাম। ওঝা বিভিন্ন প্রশ্ন করছিল আর রাখাল তার জবাব দিচ্ছিল। একসময় দরজা খুলে রাখাল ছেলে মুখে একটা হাড় নিয়ে বের হয়ে এসে তিন চার কদম হেটে আমার সামনেই মাটিতে পরে গেল। ওঝা বলল দেখেন হাড়টা ঠিক দিয়ে ফেলছে নাকি। একজন মুরুব্বি পরীক্ষা করে বলল হ্যা -হাড়টা বাম দিকেই ফেলছে। তাহলে সব ঠিক আছে বলে একটা ছোট মে্য়ের হাত ধরে অন্ধ ওঝা চলে গেল ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: মজা পেলাম তাই লাইক দিলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

আলম 1 বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

কাহাফ বলেছেন: অাধুনিক যমানার লোকেরা এ সব বিষয়কে পাগলামী বললেও এমন অহরহ ঘটছে সমাজে!!

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৭

আলম 1 বলেছেন: ঠিক বলেছেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

হুমায়ুন তোরাব বলেছেন: আপনাকেই খুজছে ভুত এফ এম ।।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

আলম 1 বলেছেন: মজা পেলাম। ধন্যবাদ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

নতুন বলেছেন: ১) মোনাজাত করার পরে খেয়াল করেন কেউ নাই। >>

নামাজের সময়ে উনার মনে হয়েছে যে কেউ আছে... হয়তো কেউ পাশে এসে নামাজ সেরে চলে গেছেন...

২) " প্রথম বন্ধু দেখল দ্বিতীয় বন্ধুর হাতটা লম্বা হতে হতে আমটা পেড়ে নিয়ে আসল । প্রথম বন্ধু অবাক হয়ে জিগ্যেস করল "তুমি কে?" দ্বিতীয় বন্ধু বলল "আমি জ্বীন।

এই রকমের গল্প যে মিথ্যা না তার প্রমান কি? >> এখন যদি ব্লগার জীনের বাদশা বলে সে আসলেই জীন তবে মেনে নেবেন?

৩) আমাদের প্রতিবেশির রাখার ছেলেকে জ্বীনে ধরেছে এ

মানুষিক সমস্যা থেকে এমন হয়... বিশ্বের অনেক দেশেই এই রকমের সমস্যা দেখা যায়... সেখানেও কিন্তু ওঝা আছে... আর তারাও অশুভ আত্না তাড়ায়... তারাও মন্ত্র পড়ে... কিন্তু কোরানের আয়াত পড়ে না....কিছু সমস্যা ঠিক হয় কিছু হয়না...

এই রকমের ওঝা সব সমাজেই আছে... হিন্দুরা/খৃস্টান/আফ্রিকার সব সমাজেই আছে... তারা অশুভ আত্নাে তাড়ানোর জন্য বিভিন্ন ঝাড়ফুক তাবিজ আছে....

জীন তাড়ানোর জন্য কোরানের আয়ান...আরবী দোয়া..ইত্যাদি করা যেতে পারে....

কিন্তু আফ্রিকার মন্ত্র/হিন্দু স্লোক..খ্রস্টানের বাইবেলের মন্ত্রে কেন ঐ অশুভ আত্না চলে যায়???

এই সবই কুস্ংস্কার....

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

নতুন বলেছেন:

মহিলাকে অশুভ আত্নায় ভর করেছিলো...কারন তিনি গরোস্হানের পাশ দিয়ে গিয়ে ছিলেন... এই খৃস্টান প্রিচার তাকে মুক্ত করলেন... =p~ =p~



.উনি হিন্দু ওঝা... সাংস্কৃত মন্ত্র পড়ে অশুভ আত্না তাড়াইতেছেন...

আমাদের দেশে এসব করে ইসলামের খোলশে... কারন আমাদের দেশের মানুষ আল্লাহে ভয় করে...

ভারতে সংস্কৃত মন্ত্র.... আফ্রিকায় বাইবেলের দোয়া..ভুডু মন্ত্র...

সবই কুস্ংস্কার.... এখন যুক্তি দিয়ে সত্য খুজে নেওর দায়িত্ব আপনার... :)

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

সুমন কর বলেছেন: বিশ্বাস করাটা কঠিন কিন্তু হচ্ছে ...........

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

আলম 1 বলেছেন: কঠিন হওয়ার পরেও বিশ্বাস করার জন্য ধন্যবাদ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ঘটনা ।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

আলম 1 বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

শেখ মফিজ বলেছেন: ব্যখ্যাহীন ভয় মানুষ এখনো পায় ।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৩

আলম 1 বলেছেন: ঠিক বলেছেন।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫

অর্বাচীন পথিক বলেছেন: ১,২,৩ নম্বর এই সব গুলোই আমি আগে ও শুনেছি আমার নানীর কাছ থেকে। হতে পারে কিছুটা কাল্পনিক আর কিছুটা বাস্তবের মিশ্রণ

ভাল লাগলো

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

আলম 1 বলেছেন: আমারও তাই ধারণা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০

শাহরীয়ার সুজন বলেছেন: ভাল্লাগলো!

২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আলম 1 বলেছেন: ধন্যবাদ।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৫

জনাব মাহাবুব বলেছেন: অবিশাস্য হলেও সত্য ঘটনা শুনতে ভালো লাগে। :D

২০ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আলম 1 বলেছেন: ঠিক কথা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

শ্রাবণধারা বলেছেন: আসলে এগুলোর কোনটাই অলৌকিক ঘটনা না । সবগুলোই লৌকিক, কার্য-কারণ সূত্রে বাধা । তবে পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে বৈকি...........আপনার এই ঘটনাগুলো সেরকম নয়, এগুলো বহুশ্রুত ।

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:০৫

আলম 1 বলেছেন: হতে পারে শ্রাবণের কোন এক দিনের আাষাঢ়ের গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.