![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডায়াবেটিস বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান এক মহামারীর নাম। স্থূলতা ও পেটের বাড়তি চর্বি শরীরকে কম ইনসুলিন সংবেদনশীল করতে পারে।
অধ্যাপক পল ময়নাগের নেতৃত্বে আয়ারল্যান্ডের Maynooth বিশ্ববিদ্যালয় গবেষণা দল, স্থূলতা চালিত ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে এমন একটি প্রোটিন চিহ্নিত করতে পেরেছেন। এটি একটি যুগান্তকারী ঘটনা এবং যেমন টাইপ ২ ডায়াবেটিস রোগের প্রতিরোধে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে । নতুন গবেষণার ব্যাখ্যায় অধ্যাপক Moynagh বলেন: " প্রায় তিন বছর গবেষণার পর 'Pellino3' এর গুরুত্বপূর্ণ ভূমিকা হাইলাইট করে খাদ্য-জনিত ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য একটি নতুন নিয়ন্ত্রক প্রক্রিয়া নির্ধারণ করেত পেরেছি"।
কি জানি হাজার হাজার কোটি টাকার ঔষধ বানিজ্যের কারনে এই গবেষণার সুফল পেতে কত বছর অপেক্ষা করতে হবে।
সূত্র : ইন্টারনেট।
©somewhere in net ltd.