![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁই বাবা (১৮৩৮ -১৯১৮) একজন ভারতীয় আধ্যাত্মিক গুরু এবং হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বীদের নিকট সম্মানিত। তিনি ধর্ম বা বর্ণের উপর ভিত্তি করে মানুষের মধ্যেকার পার্থক্য সমর্থন করতেন না। তাঁর মতে কেহ আপনার কাছে সাহায্য / টাকা চায় আপনি না চাইলে দিবেন না কিন্তু তার প্রতি কুকুরের মত আচরন করবেন না। তাঁর জনপ্রিয় বাণী " সকলের মালিক এক" হিন্দু, ইসলাম ও সুফিবাদ উপাদানের সংমিশ্রণের পরিচায়ক। তিনি ভক্তদের নীচের এগারোটি নিশ্চয়তা দিয়েছেন । কয়েকটি নীচে উল্লেখ করা হল।
১) Shirdi মাটিতে যে আসবে তার কোন ক্ষতি হবে না।
২) যে আমার সমাধিতে আসবে তার দুঃখ ও দুর্ভোগ শেষ হবে।
৩) আমি রক্ত মাংসের শরীরে না থাকলেও আমি সর্বদা আমার ভক্তদের রক্ষা করবো।
৪) আপনার প্রার্থনার উত্তর দেওয়া হবে।
৫) আমার আত্মা অমর।
সূত্র: ইন্টারনেট।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:১২
অর্বাচীন পথিক বলেছেন: সাঁইই বাবা নামটা কয়েক বার শুনেছি কিন্তু তার সম্পর্কে কিছু জানতাম না। আপনার পোস্ট থেকে জানলাম অনেক কিছু। ধন্যবাদ আপনাকে