নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

পোলাপাইনের প্লাকার্ড নিয়া চুলকানি বিষয়ক !!!!!!!!!

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

কিছু ব্লগারদের চুলকানি শুরু হইছে পোলাপাইনের প্লাকার্ডে কি লেখা ছিলো তাই নিয়া।

রাস্তায় পুলিশের ভাষা তো আমরা শুনি প্রায়ই। তারা কি খুব সুন্দর ভাষায় কথা বলে?

বাসের ড্রাইভারে পাশে সিটগুলাতে তো মহিলারা বসে; তাদের পাশে বশে ড্রাইভার হেলপার যে অশ্রাব্য/অশ্লিল ভাষায় কথা বলে তা শুনে কখনো প্রতিবাদ করেছেন? করেনি।

অশ্লিল কথা শুধু আমরই বলি? জাতীয় সংসদে অশ্রাব্য গালাগাল লাইভ টেলিকাস্ট হইছে এই দেশে।








সুতরাং বাচ্চারা প্লাকার্ডে অশ্লিল ভাষা ব্যবহার করছে এসব বলে তাদের দোষ দিচ্ছে তারা আন্দলকে অন্যদিকে নিতে চায়।

মন্তব্য ৫৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পুলিশের ভাষা যতটা ভালো সেই তুলনায় শিক্ষার্থীরা অনেক রয়ে সয়ে বলছে।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮

মোগল সম্রাট বলেছেন: পুলিশের বাল দিয়া সুতা বানাইয়া সরকার ঘুড়ি উড়াইতেছে, আহা মজাই মজা! তাদের ভাষা শালিন হবার কথা না।

২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার সাথে দ্বিমত পোষন করছি। আমাদের দেশে এসব শব্দ/ভাষা অশ্রাব্য, অশ্লিল! অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরেকটা অন্যায় করলে চলবে??


পুনশ্চঃ
প্রতিবাদ করতে গিয়ে কথা প্রসঙ্গে কিছু শব্দ(বাল, ধোন, ঠাপ..) লেখায় মডুরা আমাকে ব্যান করেছিল। এসব লিখে কি খুব বাহাদুরি কাজ করেছিলাম??

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

মোগল সম্রাট বলেছেন: মুলা চোরের ফাসি হয় এদেশে আর পুকুরচোর/সাগরচোর বেকসুর খালাস পায়!, গালাগালি দেয়ার অপরাধের চাইতে কত বড় বড় অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে তা নিয়ে মাথাব্যাথা আামদের কম।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

আহমেদ জী এস বলেছেন: মোগল সম্রাট ,





ঠিক বলেছেন ।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

নাহিদ০৯ বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/nahih09/30248997|এক বিন্দু সদিচ্ছাও তৈরি করতে পারেনি তোমাদের এই আন্দোলন।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৩

মোগল সম্রাট বলেছেন: ল্যাংটার আবার বাটপারের ভয়;

৫| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

নাহিদ০৯ বলেছেন: এক বিন্দু সদিচ্ছাও তৈরি করতে পারেনি তোমাদের এই আন্দোলন।

৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

চোরাবালি- বলেছেন: এ ভাষা তো আমরাই তাদের শিক্ষা দিয়েছি। যারা আন্দোলন করছে তাদের অধিকাংশের শিক্ষাজীবনই ১২বছর না। তারমানে তারা বঙ্গবন্ধুর আদর্শ দেখেই বড় হচ্ছে; বঙ্গবন্ধুর জীবনী পড়েই বড় হচ্ছে; বঙ্গবন্ধুর চেতনা শিখে চলেছে।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪

মোগল সম্রাট বলেছেন: যথার্থ বলেছেন; ইতিহাস চর্চার সুষম বাস্তবায়ন হচ্ছে তাতেও তো ক্ষমতাসিনদের গা-জ্বলে দেখছি!

৭| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৬

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: পুলিশ গালাগাল করলে তা ঠিক এর ছাত্ররা করলে ভুল ?? এটা কেমন বিচার। পুলিশ এর তুলনায় আমি মনে করি ছাত্ররা অনেক রয়েসয়ে বলেছে।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

মোগল সম্রাট বলেছেন: পুলিশ তো আসলে ক্ষমতা পাহারা দিচ্ছে; তাই তারা যা করে সব জায়েজ, আমরা যা বলি নাযায়েজ

৮| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

তানভির জুমার বলেছেন: পোলাপাইনের প্লাকার্ড নিয়া চুলকানি যাদের এরা কট্টুর আওয়ামীপন্থী, এরা হালুয়া রুটির ভাগ পায়।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

মোগল সম্রাট বলেছেন: তারা শুশিল শুশিল ভাব ধরতে চায় আসলে তারা হলো ভন্ড-ভন্ডতর-ভন্ডতম

৯| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:



আপনাদের কারনেই সমাজ পচে। গন্ধ বের হয়।তা, মোঘল সাব গর্তে কবে ফিরে যাবেন আবার...

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯

মোগল সম্রাট বলেছেন: তাতো দেখতেই পাচ্ছে সবাই; গর্তের বাইরে এসে আপনারা আামাদের সচিবালয় থেকে পতিতলায় পরযন্ত কতো সুরভিত, সুভাষিত করেছেন!

১০| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


ইউরোপের মত হাতে ফাক ফাক বলার মত নাগরিক দ্বায়িত্ব কয়জন পালন করে। সবাই চোর, রাস্তা ময়লা করে, সুবিধাবাদী আর হুজুগে। এদের মুখের ভাষা কত খারাপ তা ওদের পোষ্টারে প্রকাশ পেয়েছে। এরা ইউরোপিয়ানদদের মত দ্বায়িত্বশীল হলে এই ফাকাফাকি মানে নিতাম।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

মোগল সম্রাট বলেছেন: ব্যাপরটা তাইলে “কৃষ্ণ করলে লিলা, আর আমরা করলে ভিলা” তাই না?

১১| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ব্যাপারটা হইল দেশে কিছু হইলে সামুতে কিছু নিক গর্ত থেকে বের হয়ে আসে। এটাই সামুর বিং ক্যাচাল ব্যাঙ থিউরি!

১২| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬

তাওহিদ হিমু বলেছেন: বাংলাদেশ এমন একটা দেশ, যেখানে জিবরাইলের নেতৃত্বে ফেরেস্তাকুল এসে মানববন্ধন করে অহিংসভাবে চলে গেলেও তাদের কোনো না কোনো ছিদ্র খুঁজে বের করবে চাটারলীগ থুক্কু ছিদ্রান্বেষী দলের লোকেরা। অথচ তাদের আশপাশে বিরাজমান অসংখ্য ছিদ্র তারা উপেক্ষা করে যায় প্রতিনিয়ত। তারা হিপোক্রেট। এই নিষ্কলুষ আন্দোলনের ছিদ্র বের করতে যারা উঠে পড়ে লাগে, তারা 'মানুষ' পর্যায়ে পড়ে বলে মনে হয় না। হ্যাঁ, অসুন্দর কিছু দেখলে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারত৷ তা না করে পুরো আন্দোলনের পেছনে লেগেছে।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

মোগল সম্রাট বলেছেন: মাছ না পেয়ে ছিপে কামড় দেয়ার লোকের অভাব নাই, তারা যে দলকানা হয়ে আছে তা পরিস্কার, হিমু ভাই !!

১৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

জোবাইর বলেছেন: যারা এইসব ছোট ছোট ছেলেমেয়েদের হাতে অশ্লীল পোস্টারগুলোর সমর্থন করছে তারাতো অভিভাবক হিসাবে নিজেরাই এই পোস্টারগুলো হাতে নিয়ে শিক্ষার্থীদের পক্ষে রাস্তায় নামতে পারতো X(( । এখানে দলকানা যারা সরকারের বিরোধীতা করতে গিয়ে এগুলো সমর্থন করছে তারা কিন্তু ঠিকই নিজের সন্তানের হাতে এগুলো চায় না। আপনার আমার সন্তানের হাতে ধরিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুঠে। যারা আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে নিরপরাধ মানুষ পুড়ে ব্যর্থ হয়েছে তাদেরই আন্দোলনের নতুন সংস্করণ "মদ খাবো পুলিশ ছুদবো" "পুলিশ কোন ছ্যাটের বাল" :P

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

মোগল সম্রাট বলেছেন: এসব নিয়ে আলোচনা করে মুল বিষয় আড়াল করার চেষ্টা করা

১৪| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভ্রমরের ডানা/বিচারমানি তালগাছসহ অনেক গুণি ব্লখাররা প্লেকার্ড এডিট ছবি ব্যবহার করে কোমলমতি ছেলেমেয়েদের কে
কলঙঙ্কিত করছে-উনাদের পোষ্টের ছবিগুলো ভালভাবে দেখলে বুঝা যায়।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

মোগল সম্রাট বলেছেন: বুজতেছিনা ইচ্ছাকৃত না ডিজিটাল ভুলে এটা করেছেন

১৫| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

জোবাইর বলেছেন: আমার উপরের মন্তব্যটি আমার নিজের না। জনৈক ব্লগারের মন্তব্য - আমি এখানে কপি-পেস্ট করলাম! :D :D

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

মোগল সম্রাট বলেছেন: X( X((

১৬| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এই প্লেকার্ডের লেখা লাইভ ভিডিও দেখাতে বলেন -যারা পোস্ট করছেন তারা এগুলো এডিট করে পোস্ট করেছেন।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮

মোগল সম্রাট বলেছেন: বুজতেছিনা ইচ্ছাকৃত না ডিজিটাল ভুলে এটা করেছেন

১৭| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: আন্দোলনের সাথে একমত, পুলিশের ভাষার সাথে দ্বিমত, ছাত্রদের রুচিহীন ভাষার বিপক্ষে। কোন ভাবেই আমার সন্তানদের মুখে খারাপ শব্দ শুনতে চাই না। আর খারাপ শব্দ ব্যবহার করছে গুটিকয়েক ছাত্র। বাকী সবাই ভালো। আমরা ভালোর পক্ষে সাফাই গাইবো, খারাপকে বর্জন করবো। পুলিশ খারাপ কাজ করবে বলে আমরাও কি তাদের মত করবো? রেগে গেলেন তো হেরে গেলেন।

১৮| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: খারাপ ভাষা ব্যবহার না করেও তো ভাল কাজ করা যায়!
তাদের কাজগুলোকে তো সমর্থন করছি, তাদের উদ্যম, উচ্ছ্বাসকে স্বাগত জানাচ্ছি, শুধু ঐ দুই একটা প্লাকার্ডের ভাষা ভাল লাগেনি। আমি যেমন আমার নিজ সন্তানের মুখে ঐ রকমের ভাষা শুনতে চাই না, আমার অন্যান্য বন্ধুদের সন্তানদের মুখেও তা শুনতে চাইনা। ওগুলো ফটোশপিং করা হলে সে অন্য কথা। আমি বিশ্বাস করতে চাইনা, আমাদের তরুণ ছাত্ররা জনসমক্ষে ঐ রকম ভাষা ব্যবহার করতে পারে!

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

মোগল সম্রাট বলেছেন: একটু চিন্তা করে দ্যাখেন তো এসব বাচ্চারা এসব কথা কোথা থেকে শিখেছে? আমরা কি দায়ী না এসবের জন্য? নাকি কারো দায় নাই, সব দায় বাচ্চাদের? নজরুল ইসলাম তার কবিতায় লিখেছিলেন ‘‘নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি’’ ব্যাপারটা তেমনই নয়কি?

১৯| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশটা তো ইউরোপ না।

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

মোগল সম্রাট বলেছেন: ঠিক বলেছেন রাজিব ভাই আামদের দেশ ইউরোপ না বাট সরকার,বিরোধি দল সবাইতো কোন বিষয়ের তুলনা করার সময় তো ইন্ডিায়ার স্ট্যান্ডার্ড আর পাকিস্থানের স্ট্যান্ডারের সাথে আামদের কমপেয়ার করে গলাবাজি করে, ইউরোপ আমেরিকার স্ট্যান্ডারের সাথে কমপেয়ার করে।

২০| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

কথার ফুলঝুরি! বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে, রুখে দাড়াতে হবে, কিন্তু রাস্তার পুলিশ, বাসের ড্রাইভার, রিকশাওয়ালারা যে ভাষায় কথা বলে, গালাগালি করে আমরাও যদি সেগুলো ব্যাবহার করি তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য রইল কি?

আন্দোলনরত এসব বাচ্চারা সাহসী, প্রতিবাদী। আমরা ওদের সাহসিকতা কে বাহবা দিতে গিয়ে কেন অশ্লীলতা কে প্রশ্রয় দিব । এসব অশ্লীল কথাবার্তা ব্যাবহার না করেও আন্দোলন করা যায়। তবে এখানে এদের কি দোষ? আমরা এসব বিষয়ে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি, ব্যর্থতা আমাদের ।

@পাঠকের প্রতিক্রিয়া ভাইয়া, আপনার অনুধাবন হয়েছে দেখে খুশী হলাম । আসলেই উচিত না ঐ ধরনের শব্দ ব্যাবহার করা, তাও আবার সামুতে ।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

মোগল সম্রাট বলেছেন: কাটা দিয়ে কাটা তুলতে হয়

২১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নতুন প্রজন্ম অনেক সচেতন। তাদের জন্য সমর্থন রইলো্।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

মোগল সম্রাট বলেছেন: আমারও শুভকামনা অবিরাম

২২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

যবড়জং বলেছেন:
খাই আমরা সুজি ,একটু হলেও বুজি ।


কিছু খারাপ প্লাকার্ড আছে সত্যি আর আরো বাড়ানো হচ্ছে কি উদ্দেশ্যে ।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৬

মোগল সম্রাট বলেছেন: সরকারকে বেকসুর খালাস দেবার জন্য তার চ্যালারা এসব করছে মনে হয়

২৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২১

আখেনাটেন বলেছেন: একটি শান্তিপূর্ণ অান্দোলনকে কিছু জ্ঞানপাপী যেভাবে নানা উপায়ে কলংকিত করার চেষ্টা করছে তা দেখে নিজেরই এখন লজ্জা লাগছে। এখন তো দেখছি কিছু ছবি এডিটও করা হয়েছে।

হাজার হাজার পোস্টারের মধ্যে গুটিকয়েক বিচ্ছিন্ন নোংরা পোস্টারকে হাইলাইট করে এরা কীসের ফায়দা লুটতে চায়? এরা কি জন্যে অান্দোলনের মূল সুর কেটে দিতে চায় গোড়াতেই? আমরা পালোয়ানরা যা করার হিম্মত করি নি দশকের পর দশক চলে আসা নৈরাজ্যের বিপক্ষে দাঁড়াতে সেখানে কিছু বাচ্চা ছেলেমেয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের চোখে আঙুল দিয়ে। মানুষ কতটা অসহায় হলে নিজেদের এই বাচ্চা ছেলেদের পথে নামতে দেয়। এটা কি এই সব লোকেরা ভাবতে পারছে না?

হয়ত এই অান্দোলনও একসময় অন্যগুলোর মতোই সীমাহীন কূটচালে মরে ভূত হয়ে যাবে। কিন্তু একটার পর একটা অান্দোলনও কিন্তু কিছু মেসেজ রেখে যাচ্ছে। এটাই এইসব ব্যর্থ আন্দোলনের সবচেয়ে বড় পাওয়া মনে হয়।

আমরা অন্তত ভাবতে পারছি দেশ থেকে অনাচার দূর করা সম্ভব।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

মোগল সম্রাট বলেছেন: তারুণ্যের ভাষা সবসময় প্রতিবাদি

২৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

চাডেরনুর বলেছেন: জ্ঞানপাপীদের চুল্কানির শেষ নাই

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫

মোগল সম্রাট বলেছেন: চুলকানিতে চুলকাইলে তাৎক্ষনিক একটা আরাম তো লাগে; চুলকানোর পরে টের পাওয়া যায় জ্বালা-পোড়া কত কস্টের

২৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা এসব অশ্লীল শ্লোগানের বিরোধী তারা হয়তো ব্যাকডেটেড। আর যারা এসব শ্লোগানের পক্ষে যেমন - পিনাকী ভট্টাচার্য সহ অনেক ব্লগার তারা হয়ত অনেক আপগ্রেডেড। হয়তো তারা তাদের বাচ্চাদের মুখে এমন ভাষা শুনতে অভ্যস্ত...

২৬| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৮

চাঙ্কু বলেছেন: টিট ফর ট্যাট :)

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

মোগল সম্রাট বলেছেন: ঠিক বলেছেন; সহমত

২৭| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। পাশাপাশি ভাষার প্রতিও কিছুটা নজর দেয়ার অনুরোধ জানাই। আন্দোলন, ক্ষোভ সম্পূর্নভাবে যৌক্তিক, কিন্তু তাদের কিছু প্ল্যাক্যার্ডের ভাষা অতি নিন্মমানের এবং নিন্দনীয়। অসুন্দরকে সুন্দর বলার অবকাশ নেই। আন্দোলন চলুক দুর্বার গতিতে।

২৮| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাগ, ক্ষোভ ভাব ভঙ্গিতে প্রকাশ করার চাইতে উত্তেজিত, অশ্লীল ভাষায় প্রকাশ করা স্বাভাবিক। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। যারা করছেন, তিনারা মহামানব কিংবা বেকুব!

২৯| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা ভাষা রাজনীতি নিয়ে ব্যাস্ত তারা লাল সালূম মজিদ!
যখন যুক্তি বুদ্ধি ফেল- মজিদ চিক্কুর মারে - তোমার দাড়ি কই মিয়া????
ব্যাস কিস্যা খতম!

এখন মৌলিক এত সুন্দর সুন্দর বিষয় রেখে তারা চিক্কুর পারতাছে -
ভাষা কি দেখছেন মিয়া?

অথচ এসবের বাস্তবে কেউ দেখৈছ কিনা বলতে পারবে বলে মনে হয়না।
অন্তত প্রতিদিন হেটে দীঘ সময় তাদের কাছ দিয়ে গিয়েছে। দাড়িয়ে থেকেছি
একদিনও চোখে পড়েনি কোন অশ্লিল পোষ্টার!

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০

মোগল সম্রাট বলেছেন: যথার্থ বলেছেন; কেউ অর্ধেক খালি গ্লাস দেখে আবার কেউ অর্ধেক ভরা গ্লাস দেখে; পার্থক্যটা দৃষ্টিভঙ্গির।

৩০| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

কানিজ রিনা বলেছেন: কুৎসিত হাসি, পুলিশের কুৎসিত গালাগাল
হায়েনার মত আক্রমন ক্ষোবে দুঃখে প্লাকারে
ভাষা খারাব হতেই পারে। তা নিয়ে এত
কথা চালা চালি কিসের ইঙ্গিত। অপরাজনীতি
ছারুন ফ্যাস্টিজ মনভাব দুর করুন। ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৩

মোগল সম্রাট বলেছেন: তাদের কাছে সেটা খুবই কস্টের, অনেক পুরোনে অভ্যাস; কয়লা ধুইলেও ময়লা…………..!!!

৩১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: প্লঃকাডের ভাষা এডিট করা -এর পেছনে কারিগর যারা এ ব্লগে অবাধ বিচরণ তারাই শুধু দেয় পোস্ট -হয়ে ব্লগের হোস্ট; আর বাংলা সংসদের কথা গুলো মনৃ করিয়েন-পাইবেন স্মৃতিসূখ-সেরে যাবে এ চুলকানি অসূখ।--জ্বালো আগুন জ্বালো বাদ দিয়ে যখন সৃজনশীল প্লেকার্ড লিখছে --তখন এডাট করে কালিমা লেপন করছেন গুনী কুশীলবরা-সাবাস বাংলাদেশ-শামীম ওসমানের সহযোগী বলেছেন -এরা রজাকারের বাচ্চা-। সুকান্তের কবিতাটা মনে মপে পড়ে নিয়েন।

৩২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: জাহাপনা! মনের কথাটা সচিত্র তুলে ধরার জন্য কৃতজ্ঞ

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

মোগল সম্রাট বলেছেন: আমি ধইন্যা; আপনার মতো বিদগ্ধ লোকের মনের কথা বলতে পেরে। শুভকামনা অবিরাম

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

হাঙ্গামা বলেছেন: অত আবেগী হইয়া পোষ্ট দেয়ার কিছু নাই।
খারাপকে খারাপ বলছে। দোষ করে নাই।
এটা নিয়ে আলোচনা সমালোচনার ও কিছু নাই।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

মোগল সম্রাট বলেছেন: যথার্থ বলেছেন; কেউ অর্ধেক খালি গ্লাস দেখে আবার কেউ অর্ধেক ভরা গ্লাস দেখে; পার্থক্যটা দৃষ্টিভঙ্গির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.