নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা ব্লগ পড়তে ভালোবাসি\n

মা কম্পিউটার

মা কম্পিউটার › বিস্তারিত পোস্টঃ

রাজন হত্যা : মুহিদের ৫ দিনের রিমান্ড

১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯



সিলেটে বর্বরোচিত নির্যাতন করে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যা মামলায় নির্যাতনকারী মুহিদ আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক ফারহানা ইয়াসমিন এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সামিউল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, রোববার মুহিদকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে আদালত সোমবার রিমান্ড আবেদনের শুনানি নির্ধারণ করেন। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত বুধবার সিলেট নগরীর কুমারগাঁওয়ে সামিউলকে চুরির মিথ্যা অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে সামিউল মারা গেলে তার লাশ গুম করার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় মুহিদ আলম।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর জালালাবাদ থানায় হত্যা মামলা করে। মামলায় আটক মুহিদ আলম (২২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়েছে।

নিহত সামিউল আলম রাজনের বাড়ি সিলেট নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে। সামিউলের বাবা শেখ আজিজুর রহমান পেশায় একজন প্রাইভেটকারচালক। তার দুই ছেলের মধ্যে সামিউল বড়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা সামিউল সবজি বিক্রি করত।
- See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.