নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা এখানে মুক্ত

আলমগীর_কবির

মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।

আলমগীর_কবির › বিস্তারিত পোস্টঃ

আমরা কোন পাপের পাপি?

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:৫১

আশরাফুল পাপ করেছে আশরাফুল কেঁদেছে, আমরা যারা আশরাফুলের কোটি কোটি ভক্ত সমর্থক আছি আমরাও আশরাফুলের পাপে কেঁদেছি। আশরাফুল পাপ করেছে আশরাফুল শাস্তি পেয়েছে, শাস্তি পাবে। ক্রোনিয়ে, মালিক, আজহার, শ্রীশান্ত সহ বিভিন্ন ক্রিকেটারগণ যে পাপ করেছে তারা প্রায় সকলেই কেঁদেছে এবং প্রত্যেকেই তারা তাদের পাপের জন্য শাস্তিও পেয়েছে। ক্রিকেটের পাপিরা পাপ করে ক্রিকেট থেকে বিতাড়িত হয়, তারা লজ্জিতও হয় এবং শাস্তিও পায়। তাদের পাপের জন্য আমরাও দুঃখ পাই। এই পাপিদের বাঁচানোর জন্য আমরা রাস্তায়ও নামি না । তাদের পাপের জন্য আমরাও চাই তাদের শাস্তি হোক। যদিও তাদের শাস্তিতে আমরা কাঁদি। ক্রিকেটারদের পাপে ক্রিকেটের ক্ষতি হয়, ক্রিকেটারদের ক্ষতি হয়, দেশের ভাবমূর্তির ক্ষতি হয়; তাতে কখনই পুরো রাষ্ট্রযন্ত্রের কাঠামো ভেঙ্গে পড়ে না। অথচ এই ক্রিকেটারদের কোন পাপের কি শাস্তি হবে এই বিধান প্রণয়েনের সাথে যারা পরোক্ষ বা প্রত্যক্ষত ভাবে সংশ্লিষ্ট থাকেন তারা হলেন আইন প্রণেতা। আর এই প্রণেতারা যখন পাপ করেন, তারা তাদের সেই পাপের জন্য কাঁদেনা বা দুঃখিতও হয়না। তারা তাদের পাঁপের জন্য রাজনীতি থেকেও বিতাড়িত হয়না। উপরোন্তুু তারা বেহায়ার মত বার বার তাদেরর পাপকে অস্বীকার করে। অথচ এঁদের পাপে রাষ্ট্রযন্ত্রের পুরো কাঠামো ভেঙ্গে পড়ে, এদের পাপের স্পর্শে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলে, এদের পাপে হাজার হাজার নিরোপরাধ লোক প্রাণ হারায়। এঁদের পাপ প্রমাণিত হলেও আমরা বলি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এঁদের পাপ থেকে এঁদেরকে বাঁচানোর জন্য আমরা রাস্তায় নামি, এই পাপিদের বাঁচানোর জন্য আমরা আমাদের প্রান পর্যন্ত দিতে দ্বিধাবোধ করিনা। তাহলে আমরা কোন পাপের পাপি?

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.