নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা এখানে মুক্ত

আলমগীর_কবির

মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।

আলমগীর_কবির › বিস্তারিত পোস্টঃ

দেহ পত্তনি

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১০

এই কবিতাটি হয়তো কাব্য গুণে ওতটা সাব্লাইম হবেনা কিন্তু এটি একটি মেয়ের অসামাজিক হওয়ার উপখ্যান



মেঘের গায়ে চাঁদ ছিলনা, ছিল গায়ে ময়লা;

বিয়ের পর জীবন যে তাই, হলো পুড়ে কয়লা।



সতীনের ঘর ছাড়ল সে যে, জন্মের পর দোলার;

দ্বিতীয় স্বামীর ঘরে এসে, শখ হলো তার পোলার।



হেথায় এসে পায়না পোলা, লাগেনা তাই ভাল;

আগের স্বামীই ছিল ভাল, করবে কি আর বল।

ষড়ষিতে বিয়ে যে তার, অষ্টাদশীতে মা;

স্বপ্ন সেদিন শেষ হয়েছে, ছাড়ল যেদিন গাঁ।



স্বামী তার ষাটদ্বোর্ধ, মেঘের হবে বিশ;

আরেকটা সে করবে বিয়ে, খবর পেলে দিস।



মরবে কবে এই বুড়োটি, সেই অপেক্ষায় আছে;

না মরলেই দু:খ যে তার, যৌবন হবে মিছে।



আদি জ্বালায় জ্বলছে সে আজ, জ্বলবে কতদিন?

এই জ্বালাজে আর সহেনা, হচ্ছে আশাহীন।



আর ক’টা দিন দেখবে সে যে, বুড়োর কি হয় দশা?

শিকের হাড়ি ফেলবে ছিড়ে, না মিটিলে আশা।



বছর, মাস, দিন, যে গেল বুড়োর হয়না গরজ;

সমাজ কি যে বলবে তার, ভেবে বিফল মগজ।



লাজের চেয়ে নোংরামীটা এখন তাহার দরকার;

সমাজ কেন আরও দশে, বলুক যাহা সরকার।



যথা ভাবা তথা কাজ, করল এবার কি?

সমাজ থেকে সবাই বলে করলি একি ছি!



বনে যখন আগুন লাগে, দেখে বলে নেভাও;

মনের ঘরে লাগলে আগুন, আরও কিছু ঘি দাও।



বুড়ো এখন গোরে গেছে, মেঘের এখন বাইশ,

দূর হ দূর হ করছে সবাই, ছুড়ি তুই বদমাইশ।



সমাজ গেলো, কূলও গেলো, করবে এখন কি?

বাঁচার আশায় রাখে সে যে, দেহ পত্তনি।



ভাল বাসার ব্যবসা করে, কেউ রাখেনা খবর,

মারা গেলেও এখন যে তার, কেউ দেবেনা কবর।



বিক্রেতা হয় অসামাজিক, ক্রেতা নয় কেন?

এক সমাজেই দ্বৈত নিয়ম, আর চলে না যেন।



ধন্যবাদ

আলমগীর কবির

6/30/2013 23.55

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৩

লিঙ্কনহুসাইন বলেছেন: একটা পোষ্ট এক ঘন্টায় ৪ বার পোষ্ট করলেন :( কাহিনী কি ?

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৯

আলমগীর_কবির বলেছেন: ভাই পোস্ট একবারই করতে চাইছি কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় ছয় ছয়বার চেষ্টা করেছি কিন্তু একবারও সাইটটি থেকে সফল বার্তা আসেনি। হাল ছেড়ে ব্যর্থ বদনে কম্পিউটারের সামনে থেকে উঠে চলে গেলাম। ঘুরে এসে দেখি আমি প্রত্যেকবারই সফল হয়েছি।

ভাই আপনাদের বিরক্ত করার জন্য আমি খুব খুব দু:খিত।

২| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
লিঙ্কনহুসাইন বলেছেন: একটা পোষ্ট এক ঘন্টায় ৪ বার পোষ্ট করলেন :( কাহিনী কি ?

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৯

আলমগীর_কবির বলেছেন: ভাই পোস্ট একবারই করতে চাইছি কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় ছয় ছয়বার চেষ্টা করেছি কিন্তু একবারও সাইটটি থেকে সফল বার্তা আসেনি। হাল ছেড়ে ব্যর্থ বদনে কম্পিউটারের সামনে থেকে উঠে চলে গেলাম। ঘুরে এসে দেখি আমি প্রত্যেকবারই সফল হয়েছি।

ভাই আপনাদের বিরক্ত করার জন্য আমি খুব খুব দু:খিত।

৩| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

মোট ছয়বার পোস্ট দিলেন একই কবিতা এই নিয়ে। আরও দিলে দিতে পারেন।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২০

আলমগীর_কবির বলেছেন: ভাই পোস্ট একবারই করতে চাইছি কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় ছয় ছয়বার চেষ্টা করেছি কিন্তু একবারও সাইটটি থেকে সফল বার্তা আসেনি। হাল ছেড়ে ব্যর্থ বদনে কম্পিউটারের সামনে থেকে উঠে চলে গেলাম। ঘুরে এসে দেখি আমি প্রত্যেকবারই সফল হয়েছি।

ভাই আপনাদের বিরক্ত করার জন্য আমি খুব খুব দু:খিত।

৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭

মাইন রানা বলেছেন: ভাল কবিতা
অনেক ধন্যবাদ

তবে আর কতবার একই কবিতা পোষ্ট দিবেন বলেন

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২০

আলমগীর_কবির বলেছেন: ভাই পোস্ট একবারই করতে চাইছি কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় ছয় ছয়বার চেষ্টা করেছি কিন্তু একবারও সাইটটি থেকে সফল বার্তা আসেনি। হাল ছেড়ে ব্যর্থ বদনে কম্পিউটারের সামনে থেকে উঠে চলে গেলাম। ঘুরে এসে দেখি আমি প্রত্যেকবারই সফল হয়েছি।

ভাই আপনাদের বিরক্ত করার জন্য আমি খুব খুব দু:খিত।

৫| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২০

আলমগীর_কবির বলেছেন: ভাই পোস্ট একবারই করতে চাইছি কিন্তু নেটওয়ার্কের সমস্যা থাকায় ছয় ছয়বার চেষ্টা করেছি কিন্তু একবারও সাইটটি থেকে সফল বার্তা আসেনি। হাল ছেড়ে ব্যর্থ বদনে কম্পিউটারের সামনে থেকে উঠে চলে গেলাম। ঘুরে এসে দেখি আমি প্রত্যেকবারই সফল হয়েছি।

ভাই আপনাদের বিরক্ত করার জন্য আমি খুব খুব দু:খিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.