নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা এখানে মুক্ত

আলমগীর_কবির

মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।

আলমগীর_কবির › বিস্তারিত পোস্টঃ

আপনার কাছে ৩ টি প্রশ্ন

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

বিগত সাড়ে চার বছরে রুলিং পার্টি হিসাবে আওয়ামীলীগ যতটা ব্যর্থ হয়েছে আমার মতে বিরোধীদল হিসাবে বিএনপি তার চেয়ে কম ব্যর্থ হয়নি। বিএনপি যখন রুলিং পার্টি হিসাবে দায়িত্ব পালন করেছিল তখনকার ব্যর্থতার কথা নাহয় বাদই দিলাম। আর তাছাড়া গঠনতান্ত্রিক ভাবে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে খুবই সামান্যতম পার্থক্য আছে। নৈতিক দৃষ্টিকোণের চর্চিত রাজনীতিতেও তেমন কোন পার্থক্য নেই। অধুনা আদর্শিক অবস্থান বলতে আওয়ামীলীগ এবং বিএনপি উভয় দলেরই কিছু আছে বলে মনে হয়না। ইস্যুভিত্তকতার ক্ষেত্রে একদল ৭১-এর চেতনাকে ব্যবহার করে আর অন্যদল ধর্মীয় চেতনাকে ব্যাবহার করে। আমরা যারা সাধারণ জনগণ আমাদের মধ্যে যাদের সামান্যতম উচিত্য বোধ আছে তারা সকলেই দুই দলের ভন্ডামী আশ্রিত চেতনা বিষয়ে সচেতন এবং আমরা যখন সমালোচনা করি তখন দুই দলকেই সমানভাবে সমালোচনা করি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই আমরাই যখন ভোটের ব্যালট হাতে নিয়ে সীল মারতে যাই তখন সবাই এই দুই দলের সমস্ত অপকর্ম বেমালুম ভুলে যায় এবং তাদেরকেই ভোট দেই। (১) এমনটি কেন হয়?

জন-অসন্তোষ কমানোর উপায় খুঁজছে সরকার-এটি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। আমার প্রশ্ন হচ্ছে- (২) প্রায় সাড়ে চার বছর ধরে তারা যে অপকর্ম করেছে সেখান থেকে সৃষ্ট জন-অসন্তোষ কিভাবে আগামী তিন/সাড়ে তিন মাসে সরকার কমাবে? আর সর্বশেষ প্রশ্ন হলো-বিএনপি কি এমন করল যে-(৩) জনগণ তাদের ‍উপর খুব সন্তুষ্ট হলো এবং জনগণ তাদেরকে ভোট দিচেছ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ইন্টারেস্টিং। :)

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

আলমগীর_কবির বলেছেন: ভাই ইন্টারেস্টিং নয় দুঃকজনক।

২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হমম। একমত। কিন্তু জোটের খেলায় বিকল্প থাকার ও তো সুযোগ নাই। :(

স্বতন্ত্র ও তো উঠায় দিছে । না ভোট ও নাই মনে হয়।

অতঃপর .......

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

আলমগীর_কবির বলেছেন: এই মুশকিলেতো আমিও পড়েছি ভাই। এইজন্যই তো প্রশ্ন।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

রাজীব বলেছেন: সংসদে মাত্র ১জন স্বতন্ত্র এমপি, আর না ভোট গতবার লজ্জা পাইছে।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

আলমগীর_কবির বলেছেন: না ভোট কেন লজ্জা পাইছে সেটা ভেবে তো আমিও লজ্জা পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.