![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।
গীতিমাল্য ৬৭ রবীন্দ্রনাথ ঠাকুর
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
যে রাতে মোর দুয়ারগুলি
ভাঙল ঝড়ে
জানি নাই তো তুমি এলে
আমার ঘরে ।
সব যে হয়ে গেল কালো,
নিবে গেল দীপের আলো,
আকাশপানে হাত বাড়ালেম
কাহার তরে ।
অন্ধকারে রইনু পড়ে
স্বপন মানি ।
ঝড় যে তোমার জয়ধ্বজা
তাই কি জানি ।
সকালবেলায় চেয়ে দেখি
দাঁড়িয়ে আছ তুমি এ কি
ঘরভরা মোর শূন্যতারি
বুকের ’পরে ।
©somewhere in net ltd.