নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তা এখানে মুক্ত

আলমগীর_কবির

মুক্ত চিন্তা করুন, অন্যকে মুক্ত চিন্তা করার স্বাধিনতা দিন এবং সকলকে ভাল বাসুন।

আলমগীর_কবির › বিস্তারিত পোস্টঃ

এতটা সময় কোথায় পাব !

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

(এক)

এতটা সময় কোথায় পাব যে তোমাকে আরও দেব?

পরমায়ুর অনেকটা সময় তোমাকে সমর্পণ করেছি,

তোমার কৃষ্ণকেশ ফুলেল শোভায় শোভিত করবে বলে,

তুমি শোভিত করনি তব কেশকে,

পদদলিত করেছো স্ব-কেশের কৃষ্ণশোভাকে।

তুমি দাও আমার সে সময়কে,

ওর হাতে ধরিয়ে দেব কবিগুরুর শেষের কবিতাকে।

যে কবিতার শেষ নেই শুধু আছে শুরু।



(দুই)

এতটা সময় কোথায় পাব যে তোমাকে আরও দেব?

পরমায়ুর অনেক খন্ড, খন্ড খন্ড করে তোমায় দিয়েছি,

যে খন্ডগুলো অখন্ড হয়ে তোমার গলায় শোভা পাবে বলে,

তুমি শোভিত করনি তাকে করেছো কক্ষচ্যুত;

তার অসমান্য অখন্ডতাকে।

তুমি দাও আমার সে সময়কে,

ওর হাতে আমি তুলে দেব বিদ্রোহী কবির আগুনকে

যে আগুনে দগ্ধ হবে অসময়ের তুচ্ছতা।



(তিন)

এতটা সময় কোথায় পাব যে তোমাকে আরও দেব?

সময়ের হাত ধরে অনেকটা সময় তোমাকে দিয়েছি;

তোমার সময়ের কিছুটা সময় সুন্দর সময় পাবে বলে।

আমার সে সময়ের সাথে তুমি তোমার অসময়কে দিয়েছে।

তুমি ফিরিয়ে দাও আমার সে সময়কে!

আমি ওর হাতে অসময়ে চলে যাওয়া অসমাপ্ত কবিতা তুলে দেব।

তাতে সময় পাবে সমাপ্ত কবিতার অসমাপ্ত জীবন,





(চার)

এতটা সময় কোথায় পাব যে তোমাকে আরও দেব?

পরিপাটি করে গুছিয়ে অনেকটা সময় তোমাকে দিয়েছি।

ইচ্ছে মত তাকে তুমি বন্ধু বানাবে বলে,

ইচ্ছে মত তাকে তুমি মন পবনের মনন বানাবে বলে,

তোমার অলঙ্কারের অহঙ্কার বানাবে বলে।



তুমি তাকে বন্ধু বানাওনি, ঠেলে দিয়েছো বন্ধুর পথে,

তাকে তুমি মনন বানাওনি, মনোনিত করেছো অমনোনিত খেরো খাতায়;

তাকে তুমি অলঙ্কার বানাওনি, বানিয়েছো অহঙ্কারের অলঙ্কার।

তুমি বরং সে সময়কে ফিরিয়ে দাও

ওর হাতে আমি তুলে দেব লাল আর সবুজের জ্বলন্ত শিখা।

দিগন্ত হতে দিগন্ত সে শিখা সূর্যরে করবে সাথী।



(শেষ)

তুমি তোমায় সময় জিজ্ঞেস কর

কি পেয়েছে আমার সময় থেকে?

কি দিয়েছে আমার সময়কে?

সেখানে পাবে তুমি

তোমার সময়ের পাওয়া না পাওয়ার অংক ।

আমার সময়ের দেওয়া না দেওয়ার প্রাপ্তি ।



আলমগীর কবির

দর্শনা

রতা ১১ টা ৪৭ মিনিট

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.