নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন ও সমাজ সম্পর্কে আমার ভাবনার ভিত্তি মূলত দর্শনশাস্ত্র, বিশেষত স্টোয়িক দর্শনের ওপর প্রতিষ্ঠিত। আমি বিশ্বাস করি, আত্মনিয়ন্ত্রণ, প্রজ্ঞা এবং চারিত্রিক দৃঢ়তাই একজন মানুষের প্রকৃত শক্তির উৎস। আমি একজন সেকুলার মানুষ—যিনি যুক্তি, মানবিকতা এবং বৈজ্ঞানিক

প্রগতি বিশ্বাস

মুক্ত পথিক

প্রগতি বিশ্বাস › বিস্তারিত পোস্টঃ

ভিনগ্রহের আভাস || আমরা কি তাহলে অন্য গ্রহে আমাদের পড়শী পেতে চলেছি?

০৮ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২০


জেমস ওয়েব টেলিস্কোপের চোখে ধরা পড়েছে এক অস্পষ্ট আলোর বিন্দু, যা পৃথিবী থেকে মাত্র ৪ আলোকবর্ষ দূরের (প্রায় ১.৪ পারসেক) আলফা সেন্টরি এ নামের নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীরা মনে করছেন, এটি হতে পারে সরাসরি চিত্রায়িত সবচেয়ে কাছাকাছি কক্ষপথে ঘূর্ণনরত গ্রহের সন্ধান।


এই গ্যাসীয় দৈত্য গ্রহটি রয়েছে তার নক্ষত্রের “হ্যাবিটেবল জোন” বা বাসযোগ্য অঞ্চলে — সেই ‘একদম ঠিকঠাক’ দূরত্বের এলাকায়, যেখানে জীবনের বিকাশ সম্ভব, কারণ সেখানে গ্রহের পৃষ্ঠে তরল জল টিকে থাকতে পারে।


পূর্বে অধিকাংশ এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহকে খুঁজে পাওয়া গেছে পরোক্ষ প্রমাণ থেকে, যেমন নক্ষত্রের অবস্থানগত কাঁপুনি দেখে। আলফা সেন্টরি তারামণ্ডলে এর আগেও তিনটি গ্রহ এভাবে চিহ্নিত হয়েছিল।

প্রথমবার এই গ্রহের অস্তিত্বের আভাস পাওয়া গিয়েছিল ২০২১ সালে একটি ভূ-ভিত্তিক মানমন্দির থেকে। এবার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানী অনিকেত সাংঘি ও তার সহকর্মীরা জেমস ওয়েব টেলিস্কোপের মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (MIRI) ব্যবহার করে আলফা সেন্টরি এ-কে নতুনভাবে পর্যবেক্ষণ করেন।


নক্ষত্রের খুব কাছাকাছি কক্ষপথে থাকা গ্রহ খুঁজে পাওয়া কঠিন, কারণ নক্ষত্রের তীব্র আলোকছটায় গ্রহ ঢাকা পড়ে যায়। এই সমস্যার সমাধানে JWST ব্যবহার করেছে ‘করোনোগ্রাফিক মাস্ক’, যা নক্ষত্রের আলো আংশিকভাবে আড়াল করে সম্ভাব্য গ্রহের অস্পষ্ট চিহ্নকে দৃশ্যমান করেছে।


গ্রহটির ছবি পাওয়ার পর সাংঘি বলেন, “আমি সম্পূর্ণ বিস্ময়ে অভিভূত হয়েছিলাম। কয়েক মুহূর্ত নীরব থেকে আমি যা দেখছিলাম তা উপলব্ধি করতে হয়েছিল।” টিমটি প্রায় এক বছর ধরে ডেটা পুনঃবিশ্লেষণ করেছে, যাতে নিশ্চিত হওয়া যায় এটি কোনো অপটিক্যাল বিভ্রম নয়। বারবার বিশ্লেষণেও আলোর সেই ছোট্ট বিন্দুটি রয়ে গেছে। সাংঘির ভাষায়, “আমরা একে ‘মুছে ফেলতে’ পারিনি।”
---nature.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২৪

এনামেল হউক বলেছেন: It's an f-ing gas giant — not habitable for any known organisms. If you argue that anything is possible, then what stops an organism from floating in space without needing a planet to live on? Clickbait title.

২| ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২৫

কামাল১৮ বলেছেন: যখন পাওয়া যাবে তখন ভাবলেও চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.