নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং সমসাময়িক

কবি আলমগীর গৌরিপুরী

আ‌মি নি‌জে‌কে একজন ক‌বি দাবী ক‌রি । কারন ক‌বিতা আমার প্রা‌ণের স্পন্দন , ত‌বে গল্প আমার ম‌নের খোরাক ।

কবি আলমগীর গৌরিপুরী › বিস্তারিত পোস্টঃ

পলিপাসের কালো ছায়া

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০০


গভীর
অরণ্য ,হাটতে হাটতে হয়রান,চারপাশে বিশাল
বিশাল গাছ,মাঝেমাঝে মন চায় একটু
গাছের নিচে বসে জিরিয়ে নিতে ,
কিন্তু কিভাবে তা সম্ভব?
খুব বেশি সময় যে নেই, কিছুদিন আগেই ৭১
নামক এক ভয়ানক বিপদ থেকে বেঁচে এল
সবাই,যদিও এই বিপদ অনেক প্রান
কেড়ে নিয়েছে তবুও তো আমরা মুক্ত। এতেই
সস্তি। এখন যদি জিরানোর
চেষ্টা করি তাহলে না খেয়ে মরতে হবে সবাইকে,
তারমাঝে আবার সম্পুর্ণ নতুন পথ।
যেখানে চলতে বারবার হিমশিম
খেতে হচ্ছে । আমাদের অনেক দুর
যেতে হবে
সবাইকে নিয়ে একটা দিগন্তরেখা ছুঁতে হবে।
গভীর অরন্য থেকে সভ্য
সমাজে ফিরে যেতে হবে। যেখানে
ক্ষুদার্ত শিশুর চিৎকার আর থাকবে না,
যেখানের মানুষ গুলো হবে শিক্ষিত,
অর্থনৈতিক ভাবে সাবলম্বী,
মজবুত নৈতিক ভিত্তি, দক্ষ ও দেশ
প্রেমিক,তথ্য প্রযুক্তিতে সয়ংসম্পূর্ণ ,
পৃথিবীর পরিবেশের সাথে মানান সই।
অনেক পরিশ্রম হলেও সামনের
দিকে যেতে হবে, আমাদের বিশ্বাস
আছে আমরা পারবো, মাত্র কিছুদিন আগেই
আমরা পেরেছি,
সারা পৃথিবী জেনে গেছে আমদের
বীরত্বের কথা,
আজও ছুটে চলছি তাই সেই
অনুপ্রেরনা নিয়ে। আজ আমরা
অনেকটা পথ অতিক্রম করেছি ।
কিন্তু পথে পথে আসার সময় লক্ষ
করেছি একধরেন গাছ আমাদের আকঁড়ে ধরার
চেষ্টা করতো। গাছগুলোকে বলা হয়
পলিপাস গাছ,
এই গাছ গুলো সাধারন গাছের মতই কিন্তু
লতা যুক্ত । ওদের বিচিত্র বৈশিষ্ট্য হল,
রক্তের গন্ধ পেলে গাছের
লতা গুলো রক্তের দিকে ছুটে আসে।
একটি জীবন্ত হাতীকে গাছের
লতা দিয়ে প্যাচিয়ে রক্তশুণ্য
করে মারতে মাত্র পাঁচ মিনিট লাগে।
এখন এই অরণ্যের ভিতর দিয়ে যতই
সামনে দিকে যাচ্ছি ততই পলিপাস গাছের
সংখ্যা বাড়ছে। শুধু চলার রাস্তাটুকু
ছাড়া। আজ আমাদের উপর পলিপাসের
কালো ছায়া পরেছে। আমাদেরকে রক্ত শুণ্য
করে প্যাচিয়ে মারতে চাচ্ছে।
আমাদের জায়গা শুধু এই চলার রাস্তাটুকুই
আর দক্ষিন পার্শ্বে বিশাল এক পানির
ভাঁড়। কিন্তু পানিতে হাঙর আছে ।
এখন শুধু একটাই উপায় আছে ।
যদি সবাইকে নিয়ে নতুন
দিগন্তে পৌছতে চাই তাহলে আমাদের
পলিপাসের বিরুদ্ধে প্রতিরোধ
গড়ে তুলতে হবে। আগুন
দিয়ে পুড়িয়ে ফেলতে হবে সব । কারন
পলিপাসের জম আগুন ।
তা নাহলে পৃথিবীর
বুক থেকে আমরা নি:চিহৃ হয়ে যাব।
একটি জাতির ইতিহাস গভীর অরণ্যেই
হারিয়ে যাবে পলিপাসের নির্মম
গহ্বরে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: প্রথম পোস্ট হিসেবে যথেষ্ট শক্তিশালী ।

ব্লগে স্বাগতম :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: আমি লিখতে ভালবাসি,দো্য়া করবেন

৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬

বাতাস০০০১ বলেছেন: ভাই মনে হয়ে আপনি অনেক অভিজ্ঞ ব্লগার। আপনি কি আগে কোন ব্লগে লিখেছেন কিনা ?

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: হা, আমি আগেও লিখতাম, এখনও লেখি, তবে এখানে নতুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.