নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং সমসাময়িক

কবি আলমগীর গৌরিপুরী

আ‌মি নি‌জে‌কে একজন ক‌বি দাবী ক‌রি । কারন ক‌বিতা আমার প্রা‌ণের স্পন্দন , ত‌বে গল্প আমার ম‌নের খোরাক ।

কবি আলমগীর গৌরিপুরী › বিস্তারিত পোস্টঃ

মর্মকথা

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮


যতই সময় অতিবাহিত হয়,চাওয়ার পরিমাণ বেড়ে যায়,
২ টাকায় খুশি সেই ছেলেটির হাতে ২০০ টাকা দিলেও বেজার মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে,
ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকে "আমি কি এইটুকুই প্রাপ্য?
অকৃতজ্ঞতায় অন্তর বিষিয়ে আসে, অনুশোচনায় বলে ওঠে
"হায়রে ভাগ্য!"
.
মানুষের অতৃপ্ত আত্মা রঙিন স্বপ্নের ইন্দ্রজাল ছেদ করে বাহিরের সতেজ বাতাসের ঘ্রাণ স্পর্শ করেনা,
সময়ের জন্য অপেক্ষা ''আর কত?"
প্রস্তুতি ছাড়াই জিতার জন্য অপ্রাণ চেষ্টা,
আজ আমরা আমাদের থেকে,তোমরা তোমাদের থেকে
আমি আমার থেকে, তুমি তোমার থেকে শুধু দুরেই চলে যাচ্ছি,
মর্মের বানী হৃদয়ে না গেথে যদি তুমি আমার, আমাদের সমস্ত আলিঙ্গন মুছে দাও তবুও তৃপ্ততার নির্জাস নিয়েই
বলা দরকার " আমিতো এর চেয়ে বেশি চায়নি "
তোমাদের পথ আকাশের দিকে আর অতৃপ্তি!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

বাতাস০০০১ বলেছেন: ২ টাকায় খুশি সেই ছেলেটির হাতে ২০০ টাকা দিলেও বেজার মুখে আকাশের দিকে তাকিয়ে থাকে, ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকে "আমি কি এইটুকুই প্রাপ্য?
আহ কি চমৎকার লিখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.