![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
তোমাকে ওরা পারবে না চার দেওয়ালে বন্ধী করতে।
তোমার দেহকে বন্ধী করে কিছুই পাবেনা ওরা,
এই চারদেওয়ালের রক্তবর্ণের ইট গুলি তোমার
ঢাল,
শক্ত রুটি,আর আলুর লাবরা আজ তোমার কষ্ট নয়,
গ্রিলের হাত গুলো আজ অন্তরে মিশে গেছে,
বলদের মত ওরা হাল চাষ করে যাক,
বীজ বোপন করবে তুমি,
তোমার মনের শক্তি ওরা দেখেনি,
দেওয়াল ভেদ করে
তুমিতো আজ পৌঁছে গেছ পৃথিবীর প্রান্তরে প্রান্তরে।
তুমি তো আর তোমার নও।
তুমি হৃদয়ের জোয়ার ভরা সুখ হয়ে ভাসছো
মানুষের প্রাণে প্রাণে।
©somewhere in net ltd.