নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং সমসাময়িক

কবি আলমগীর গৌরিপুরী

আ‌মি নি‌জে‌কে একজন ক‌বি দাবী ক‌রি । কারন ক‌বিতা আমার প্রা‌ণের স্পন্দন , ত‌বে গল্প আমার ম‌নের খোরাক ।

কবি আলমগীর গৌরিপুরী › বিস্তারিত পোস্টঃ

জাগরনের পথিক

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

তোমাকে ওরা পারবে না চার দেওয়ালে বন্ধী করতে।
তোমার দেহকে বন্ধী করে কিছুই পাবেনা ওরা,
এই চারদেওয়ালের রক্তবর্ণের ইট গুলি তোমার
ঢাল,
শক্ত রুটি,আর আলুর লাবরা আজ তোমার কষ্ট নয়,
গ্রিলের হাত গুলো আজ অন্তরে মিশে গেছে,
বলদের মত ওরা হাল চাষ করে যাক,
বীজ বোপন করবে তুমি,
তোমার মনের শক্তি ওরা দেখেনি,
দেওয়াল ভেদ করে
তুমিতো আজ পৌঁছে গেছ পৃথিবীর প্রান্তরে প্রান্তরে।
তুমি তো আর তোমার নও।
তুমি হৃদয়ের জোয়ার ভরা সুখ হয়ে ভাসছো
মানুষের প্রাণে প্রাণে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.