| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি আলমগীর গৌরিপুরী
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
চার চার করে দক্ষিন মুখ করে বসে আছি, সামনে সবুজ মাঠ,
হাতের ডান পাশে দুই সারি আম গাছ। বাম পাশে মেহগনির দুই সারি গাছ,সামনের রাস্তা আর একটু সামনের দিকে গিয়ে চার ভাগ হয়ে গিয়েছে, চার রাস্তার মোড়ের আগেই বিচার বৈঠক ছাউনী, ওখানে বড় কর্তা প্রতিদিন সকাল দশটায় এসে একবার সমস্ত কাজের হিসেব নিয়ে যায়।
তখনও আমরা চার চার ফাইলে বসে ছিলাম ,
আমার পাশ দিয়েই হাসি মুখে একজন লোক খুব দ্রুত বেগে হেটে যাচ্ছে , সবাই তাঁকে সালাম দিয়ে সম্বোধন করছে । শরীর থেকে সুগন্ধি ছড়াচ্ছে। গায়ের রং ফর্সা , মেহেদী লাগানো মুখ ভর্তি দাড়ী, উচ্চতা পাঁচফুট ছয় ইঞ্চির বেশি হবেনা। অনেক সুঠাম দেহের অধিকারী। আমরা আগে কখনও বড় কর্তাকে দেখি নাই। আমরাও সবাই দাড়িয়ে তাঁকে সালাম দিয়ে সম্বোধন করলাম। তিনি তার হাটা থামিয়ে আমাদের সালামের জবাব দিল। আমাদেরকে জিঙ্গেস করলো "তোমরা কেমন আছো? আমাদের সামনে সুবেদার সাহেবও বসে ছিল। তিনিও দাড়িয়ে সালাম দিয়ে করমর্দন করলেন। কিছুক্ষণ পর সুপার সাহেব এসেও সালাম দিয়ে করমর্দন করলেন। আমরা নিশ্চিত হলাম তিনিই বড়কর্তা।
সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি দ্রুত বেগে হেটে চলে যায়। আমার কৌতূহল মনের ভিতর আর চাপা রাখতে পারলাম না। রক্ষীকে জিঙ্গেস করলাম " আচ্ছা ভাই কিছুক্ষণ আগে যে লোকটিকে সবাই সালাম দিয়ে সম্মান করলাম তিনি কি বড় কর্তা? রক্ষী বললো, আরে নাহ, তিনি ফাঁসির আসামী। আমি আর কিছু জিঙ্গেস করেনি,
আমি যেন ঘোরের ভিতরে ছিলাম।
ইহাও কি সম্ভব?
একজন ফাঁসির আসামীর এত সম্মান?
কে তিনি?
২|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: হতে পারে
৩|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫
হাসান মাহবুব বলেছেন: ইন্টারেস্টিং।
৪|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
নিলু বলেছেন: গল্প থেকে গল্প
৫|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: আপনার ধারনা ভুল #নিলু
৬|
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এমন সম্মানিত ফাঁসির আসামী কে? তার অপরাধ কি ?
৭|
০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫
কলমের কালি শেষ বলেছেন: হুম ধোঁয়াশা !!
৮|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: ধোঁয়াশা করেই উপস্থাপন করা হয়েছে
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:১২
খেলাঘর বলেছেন:
বাজে লেখা