![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
সেই দিন আমরা অনেক দূর হেটে ছিলাম,
আমরা চার জন ছিলাম এক সাথে,
আমাদের হাতে ছিল লাল নিশান,
লাল নিশান কেন ছিল এটা জানি না,
শুধু এতটুকু জানি আমাদের পিছনে বিপদ
ধাওয়া করেছিল।
সবুজ রং এর দেওয়াল ঘেষে,
পাখিদের বাসা ভেঙ্গে আমরা শুধুই ছুটতে লাগলাম।
আমরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত প্রায়,
সন্ধ্যা ঘনিয়ে আসছিল,
হঠাৎ!
হঠাৎ চৌরাস্তার মোড় থেকে চিৎকার ভেসে আসলো,
কে কোথায় আছো, আমাকে বাচাঁও,
আমাকে বাচাঁও,
তোমরা কি দেখতে পাওনা
আমার বক্ষ ছিড়ে রক্ত ঝড়ছে?
আমার আচঁল ভিজে যাচ্ছে অশ্রুতে,
আমার খোকাকে ওরা মেরে ফেলেছে।
আমার খোকার লাশ নিয়ে কামড়াকামড়ি শুরু
করে দিয়েছে?
দেখ,দেখ ঐ জানোয়ারে বাচ্চাটা আমার
খোকাকে গুলি করেছে। শয়তানের বাচ্চার হাত
থেকে আমার খোকাকে বাঁচাও,
ওরা পুলিশ না ওরা জানোয়ার।
তোমরা কে কোথায় আছো
আমার খোকাকে বাচাঁও, আমার খোকাকে বাচাঁও।
আমরা সেই দিন ফিরে তাকাই নি।
আমরা এখনও ফিরে তাকাই না।
কারন আমরা মরে গিয়েছি।
আমরা এখন আর তোমাদের মাঝে নেই।
এখন শুধুই তোমরা,
আর তোমাদের ভাবনা শুধুই তোমাদের।
©somewhere in net ltd.