| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি আলমগীর গৌরিপুরী
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
রক্তনয় গনতন্ত্র চাই,
শোষন নয় সুশাসন চাই,
গোলামী নয় অধিকার চাই,
দালালী নয় স্বাধীনতা চাই,
লাশ নয় বাঁচতে চাই,
লাশের গন্ধ নয় মুক্তি চাই,
মায়ের কান্না নয়, আর কোন
বিধবা নয়, আমরা শান্তি চাই,
এই কাঁটাওয়ালা পথে আর নয়
আমরা সুন্দর পরিষ্কার পথ চাই।
আজ
রক্তের গন্ধ চোখের অশ্রুতে মিশে
আগুন তৈরি হয়েছে, সব পুড়ে ছারখার হয়ে যাবে,
ছাই হয়ে উড়ে যাবে সব, জনতা জেগেছে আজ,
আজ জনতার মিছিলে একটাই
ধ্বনি,
আমরা শান্তি চাই,
আমরা মুক্তি চাই,
আমরা গনতন্ত্র চাই।
©somewhere in net ltd.