| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি আলমগীর গৌরিপুরী
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
পাখিদের গানে গানওয়ালার সুর
ভেসে যায় দুর থেকে দুর
বহুদূর কিচিরমিচির একতারা টুং টাং
ক্ষেপাটে ছুটে নিশিদিন ভুং ভাং
স্বাধীন রাস্তায় অধীন আমিও চলতে চাই বহুদুর
পাখিদের গানে শুনতে চাই গানওয়ালার সুর।
ফারাক আজ ব্যারাক তীরে
বন্ধী দশা আপন নীড়ে।
হায়রে নদী হায়রে দেশ
একা একাই আছো বেশ!
আমি আছি খাঁচার তরে
শুকনা রুটি বহু দিন ধরে
বহুদিন শুনিনা বাঁশি ওয়ালার বেসুর
পাখিদের গানে গানওয়ালার সুর।
©somewhere in net ltd.